আমেদাবাদ, 15 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে ফর্মে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই সঙ্গে ভারতীয় দলও তাদের চেজ় মাস্টারকে ফিরে পেয়েছে ৷ আর ফর্মে ফেরার দিনেই এবার নতুন রেকর্ড গড়লেন বিরাট ৷ আন্তর্জাতিক টি-20তে প্রথম ব্যাটম্যান হিসেবে 3 হাজার রান করলেন তিনি ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে 165 রান তাড়া করতে নেমে 49 বলে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ৷ 13 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তেমন ছন্দে ছিলেন না ভারত অধিনায়ক ৷ এমনকি প্রথম টি-20 ম্যাচেও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ এই পরিস্থিতিতে বিরাটের সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ দ্বিতীয় টি-20তেই অবশ্য নিজের ছন্দে ফিরলেন কোহলি ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক টি-20-তে প্রথম ব্যাটম্যান হিসেবে 3 হাজার রান করলেন ৷ রবিবার আমেদাবাদে ক্রিস জ়র্ডনের বলে স্কোয়ার লেগ বাউন্ডারির উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন বিরাট ৷ আর সেই সঙ্গে এই মাইলস্টোন অ্যাচিভ করেন ৷