চেন্নাই, 8 ফেব্রুয়ারি: আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার উত্তরাখণ্ডের বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। বর্তমানে চেন্নাইয়ে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট খেলছেন তিনি। সেখান থেকেই তিনি জানিয়ে দিয়েছেন, উত্তরাখণ্ডের উদ্ধারকাজে সাহায্যের জন্য তাঁর ম্যাচ ফি দান করবেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে সবাই যাতে পাহাড়ি ওই রাজ্যের পাশে দাঁড়ান, সেই আর্জিও জানিয়েছেন পন্থ।
টুইটে তিনি জানিয়েছেন, ''উত্তরাখণ্ডে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের জন্য গভীরভাবে ব্যথিত। উদ্ধারের কাজে খরচের জন্য আমার ম্যাচ ফি দান করতে চাই এবং অন্যান্যরাও যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার আর্জি জানাচ্ছি।''