আমেদাবাদ, 3 মার্চ : স্পিনিং পিচ নিয়ে সমালোচনাকে এবার শব্দদূষণের সঙ্গে তুলনা করলেন বিরাট কোহলি ৷ চেন্নাই এবং আমেদাবাদের শেষ দুই টেস্টে স্পিন সামলাতে না পেরে ইংল্যান্ডের ল্যাজে গোবরে হওয়ার পর থেকেই ভারতের স্পিনিং উইকেটে কোদাল চালাতে নেমেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ৷ যা নিয়ে এবার নিজের বিরক্তি প্রকাশ করলেন ভারত অধিনায়ক ৷
চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড 134 রান এবং দ্বিতীয় ইনিংসে 164 রানে অল আউট ৷ আমেদাবাদে ছবিটা আরও খারাপ প্রথম ইনিংসে 112 রান এবং দ্বিতীয় ইনিংসে 82 রানে অল আউট ৷ দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হতশ্রী এই ব্যাটিং পারফর্মেন্সের পর থেকেই ভারতের স্পিনিং উইকেট নিয়ে ময়নাতদন্ত যেন শেষ হয়েও হচ্ছে না ৷ আর তাতেই বেজায় চটেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ চতুর্থ তথা শেষ টেস্টের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সেই ক্ষোভই উগরে দিলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘এখানে স্পিন সহায়ক উইকেট নিয়ে বড্ড বেশি আলোচনা এবং আওয়াজ দেওয়া হয় ৷’’
এখানেই থামেননি বিরাট ৷ স্পিনিং উইকেটের অত্যধিক সমালোচনা ঠেকাতে ভারতীয় সংবাদ মাধ্যমকেও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি ৷ এ নিয়ে আজ বিরাট কোহলি জানান, ‘‘আমি নিশ্চিত, যদি আমাদের সংবাদ মাধ্যম এমন সব মতামতের বিরোধিতা করে বা এমন পাল্টা মত পেশ করে যে, শুধুমাত্র স্পিনিং উইকেটকে দোষারোপ করা উচিত নয় ৷ তবে, একটা ভারসাম্য বজায় রেখে চলা সম্ভব হবে ৷’’
প্রসঙ্গত, মোতেরা টেস্ট দু’দিনে শেষ হওয়ার পর বিরাট কোহলি ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সেই অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘‘এটা দুর্ভাগ্যজন যে, সবাই স্পিনিং উইকেট নিয়ে বেশি আলোচনা করে এবং সেই নিয়েই খবর করতে থাকে ৷ তার পর একটি টেস্ট ম্যাচ হয়, যদি আপনি ম্যাচটি 4 বা 5 দিনে জিতে যান, তবে কেউ কিছু বলে না ৷ কিন্তু, সেই খেলাটাই দু’দিনে শেষ হয়ে গেলে, সেটি নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে ৷’’