পুণে, 29 মার্চ : জুলাই মাসে ইংল্যান্ডে টেস্ট সিরিজ এই মুহূর্তে প্রধান লক্ষ্য ভুবনেশ্বর কুমারের ৷ আর তাই আইপিএলে নিজের পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ জয়ের পর এমনটাই জানালেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার ৷ ভারতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা করে নেওয়ার পর এবার তাঁর প্রধান লক্ষ্য টেস্ট দলে ফেরা ৷
প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের সময় থেকেই চোট সমস্যায় ভুগছিলেন ভুবনেশ্বর কুমার ৷ মাঝে আইপিএলে প্রত্যাবর্তন ঘটলেও, প্রথম কয়েকটি ম্যাচ খেলার পর, ফের চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় ভুবিকে ৷ এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ দিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন তিনি ৷ টানা 8 ম্যাচে ধারাবাহিকভাবে ভাল বোলিংও করেছেন অভিজ্ঞ এই মিডিয়াম পেসার ৷ ওয়ান’ডে সিরিজে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি ৷ মোট 6 উইকেট নিয়েছেন 3 ম্যাচের সিরিজে ৷ সীমিত ওভারের ক্রিকেটে সফলভাবে প্রত্যাবর্তনের পর এবার ভুবনেশ্বর কুমারের পরবর্তী লক্ষ্য টেস্ট দলে জায়গা করে নেওয়া ৷ তাই আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলে নিজের বোলিং এবং শারীরিক পরিশ্রমের উপর বিশেষ নজর দিতে চান তিনি ৷