আমেদাবাদ, 22 ফেব্রুয়ারি : ফিটনেস টেস্ট পাস করলেন ভারতীয় পেসার উমেশ যাদব ৷ মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু'টি টেস্টে ভারতীয় দলে জায়গা করে নিলেন এই পেসার ৷ সোমবার একটি বিবৃতি দিয়ে একথা জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷
ভারতীয় ক্রিকেট দলের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ 21 ফেব্রুয়ারি, রবিবার, মোতেরায় ফিটনেস টেস্ট পাস করেছেন উমেশ যাদব ৷ ফিটনেস টেস্ট পাস করায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে শেষ দুটি টেস্টের জন্য তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হল ৷’’
ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে চোট পান উমেশ যাদব ৷ ফিরে আসেন দেশে ৷ তারপর রিহ্যাবে ছিলেন তিনি ৷