আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : বিশ্বের সর্ববৃহৎ সর্দার প্যাটেল স্টেডিয়াম তৈরিতে যথেষ্ট পরিশ্রম করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই স্টেডিয়ামেই শুরু হতে চলেছে গোলাপি বলে ভারতের তৃতীয় দিন রাতের টেস্ট ৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করলেন মোতেরার ৷ তবে সেই অনুষ্ঠানে উপস্থিত নেই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
তবে সৌরভ বলেন, দিন রাতের টেস্ট আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ এবং ভারতের প্রথম দিন-রাতের টেস্টে ইডেনের মতো ভরা স্টেডিয়াম দেখতে চান ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ৷