পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

না থাকার হতাশা নিয়েও ভরা মোতেরা দেখতে টুইট দাদার - ভারতের প্রাক্তন অধিনায়ক

সৌরভ বলেন, দিন রাতের টেস্ট আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ এবং ভারতের প্রথম দিন-রাতের টেস্টে ইডেনেরমতো ভরা স্টেডিয়াম দেখতে চান ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Feb 24, 2021, 12:54 PM IST

Updated : Feb 24, 2021, 2:10 PM IST

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : বিশ্বের সর্ববৃহৎ সর্দার প্যাটেল স্টেডিয়াম তৈরিতে যথেষ্ট পরিশ্রম করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই স্টেডিয়ামেই শুরু হতে চলেছে গোলাপি বলে ভারতের তৃতীয় দিন রাতের টেস্ট ৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করলেন মোতেরার ৷ তবে সেই অনুষ্ঠানে উপস্থিত নেই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

তবে সৌরভ বলেন, দিন রাতের টেস্ট আয়োজন করা ভারতের স্বপ্ন ৷ এবং ভারতের প্রথম দিন-রাতের টেস্টে ইডেনের মতো ভরা স্টেডিয়াম দেখতে চান ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ৷

টুইটে সৌরভ লেখেন, ‘‘ আজ স্টেডিয়ামে থাকতে পারব না ৷ এটা একটি দারুণ প্রয়াস ছিল ৷ গোলাপি বলে টেস্ট আমাদের কাছে স্বপ্ন ৷ এবং ভারতে এটি দ্বিতীয়বার হতে চলেছে ৷ প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আগের বারের মতো ভরা স্টেডিয়াম দেখতে চাই ৷’’

আরও পড়ুন :ভারত-ইংল্য়ান্ডকে স্বাগত জানাতে তৈরি মনমোহিনী মোতেরা

মোতেরায় মাত্র 50 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আছে ৷ অর্থাৎ, 55 হাজার লোক খেলা দেখতে পারবেন ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘‘বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম নিয়ে আমরা গর্বিত ৷ এখানকার পরিকাঠামো উচ্চ প্রযুক্তির ৷ এখানে খেলার জন্য মুখিয়ে আছি ৷’’

Last Updated : Feb 24, 2021, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details