চেন্নাই, 7 ফেব্রুয়ারি : আগামী 13 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট৷ সূত্রের খবর, এই ম্যাচেই স্টেডিয়ামের আই, জে এবং কে ব্লকগুলি দর্শকদের বসার জন্য খুলে দেওয়া হবে ৷ 2012 সাল থেকে এখনও পর্যন্ত যা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ ৷
2011 সালের বিশ্বকাপের পরই নানা কারণে এই তিনটি ব্লক ‘সিল’ করে দেওয়া হয়৷ প্রত্য়েকটিতে চার হাজার করে 12 হাজার দর্শক বসতে পারেন৷ সেগুলি বন্ধ করার জেরে পরবর্তীতে একাধিক ম্য়াচ হাতছাড়া করতে হয় স্টেডিয়াম কর্তৃপক্ষকে৷ যার মধ্যে 2016-এর টি-20 বিশ্বকাপ এবং 2019-এর আইপিএলের ফাইনাল অন্যতম৷
ব্য়তিক্রম ঘটে কেবলমাত্র 2012 সালে৷ ভারত-পাক একদিনের ম্য়াচের জন্য খুলে দেওয়া হয় বন্ধ তিনটি ব্লক৷