পুণে, 25 মার্চ : আশঙ্কা ছিলই ৷ এবার সেটাই সত্যি হল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের পর এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে-তে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান শ্রেয়স ৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ যার পর আর মাঠে ফিরতে পারেননি শ্রেয়স ৷ পরবর্তী সময়ে কাঁধের স্ক্যানের রিপোর্ট দেখে ভারতীয় দলের ফিজ়িও টিম জানিয়ে দেয়, শ্রেয়স সিরিজ়ের বাকি ম্যাচে খেলতে পারবেন না ৷
শ্রেয়স আইয়ার ইংল্যান্ডে বিরুদ্ধে সফরের বাকি ম্যাচে না খেলতে পারলেও আইপিএলে খেলতে পারবেন কি না সেই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা ছিলই ৷ আজ বিসিসিআই’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল 2021-র পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷ বিষয়টি সামনে আসতেই আক্ষেপ প্রকাশ করে টুইট করেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল ৷ যেখানে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, শ্রেয়সের খবরটা শুনে তিনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ৷