হায়দরাবাদ, 16 মার্চ: ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় টি20 জয়ের পর ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ইশান কিষাণ এবং ঋষভ পন্থদের অধিনায়ক বিরাট কোহলির শর্ত মেনে চলার নির্দেশ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
রবিবার দ্বিতীয় টি ২০ ম্যাচে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ১৬৫ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে অধিনায়ক কোহলির ৭৩ রানের পাশাপাশি অর্ধশতরানের দারুণ ইনিংস খেলেন ইশান। তাঁদের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ পকেটে পুরে নেয় মেন ইন ব্লুরা। একইসঙ্গে নিজেদের উইকেট না দিয়ে পিচে টিকে থেকে ম্যাচ জেতানোর পরামর্শও দেন তিনি।