চেন্নাই, 7 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম টেস্টের তৃতীয় দিন পন্থময় ৷ খেললেন বিস্ফোরক ইনিংস ৷ তৃতীয় দিনের যখন জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড বোলাররা, তখন তাঁদের পালটা দিলেন ঋষভ ৷ টি-20 -র ধাঁচে খেললেন 91 রানের ইনিংস ৷
মাত্র 9 রানের জন্য শতরান হাতছাড়া করলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ৷ তবে তাঁর ইনিংস ফলো অন বাঁচাতে ভারতকে সাহায্য করবে তা বলাই যায় ৷ এদিকে শুরু থেকেই চনমনে দেখায় ইংল্যান্ডকে ৷ তৃতীয় দিনের শুরুতে 578 রানে অল আউট হয় ইংল্যান্ড ৷ এরপর সবার নজরে ছিল অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফর্ম করা ভারতীয় ব্যাটিং লাইন আপ কী করে সেদিকে ৷
তবে আজ ব্য়র্থ হয় ভারতের তারকা খচিত টপ অর্ডার ৷ বিরাট, রোহিত রাহানেরা ব্যর্থ হলেও ম্যাচর হাল ধরেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ ৷ 73 রান করে প্যাভিলিয়নে ফেরেন দা নিউ ওয়াল পূজারা ৷ তবে টি 20-র ধাঁচে খেলে যান ঋষভ ৷ কিন্তু ব্যক্তিগত 91 রানের মাথায় শট ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেট রক্ষক ৷
তবে এবারই প্রথম নয় ৷ একাধিকবার ভুল শট নির্বাচনে ভুগেছেন ঋষভ ৷ সেঞ্চুরি হাতছাড়া করে খেসারত দিয়েছেন কয়েকবার ৷ তবে শোধরাননি ৷ এর আগে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার কেভিন পিটারসন ঋষভের এই শট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ৷ চাঁচাছোলা ভাষায় সেবার পিটারসন বলেন, ‘‘ আর কতবার আমাদের দেখতে হবে ঋষভ এই সব করছে ৷ এই কারণেই ও নিয়মিত নয় ৷’’