চেন্নাই, 16 ফেব্রুয়ারি : একশো টেস্ট খেলে অবসর নিলে টেস্ট ক্রিকেটে 500-র বেশি উইকেট নেবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ প্রতি অশ্বিনের উইকেট নেওয়ার পরিসংখ্যান সেই সম্ভাবনাই ব্যক্ত করছে ৷ বর্তমানে রবিচন্দ্রন অশ্বিন যে হারে প্রতি ম্যাচে উইকেট নিচ্ছেন তা প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে এবং প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-র গড়ের থেকে অনেক বেশি ৷ প্রসঙ্গত, অনিল কুম্বলে 132টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ 34 বছরের অশ্বিন যদি সমসংখ্যক টেস্ট খেলতে পারেন তবে, বর্তমান গড় বলছে তাহলে তিনি ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন ৷
এই মুহূর্তে টেস্টে উইকেট নেওয়ার তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন 4 নম্বরে রয়েছেন ৷ তাঁর আগে রয়েছেন, অনিল কুম্বলে 619 উইকেট, কপিল দেব 434 উইকেট এবং হরভজন সিং 417 উইকেট ৷ পরিসংখ্যান বলছে অশ্বিন ম্যাচ প্রতি 5টির বেশি উইকেট নেন ৷ সেখানে অনিল কুম্বলে ম্যাচ প্রতি নিয়েছেন 4.68 উইকেট এবং হরভজন নিয়েছেন 3.95 উইকেট ৷ বর্তমানে অনিল কুম্বলে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকায় সবার আগে রয়েছেন ৷