পুণে (মহারাষ্ট্র), 22 মার্চ : আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঠিক করার ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ করোনা পরিস্থিতির মধ্যে সব ক্রিকেটারদের জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেট খেলত হচ্ছে ৷ সেই কারণেই ক্রিকেটারদের মানসিকভাবে সুস্থ রাখতে এই পরামর্শ দিয়েছেন তিনি ৷ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ের আগে সাংবাদিক বৈঠকে এসে একথা বলেন বিরাট ৷
ভারত অধিনায়ক তাঁর কথার যুক্তিতে এও জানান, ‘‘জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেটাররা ঠাসা সফর করে গেলে, দীর্ঘ সময় ধরে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বজায় রাখা কঠিন হয়ে পড়বে ৷ এতে একটা জিনিসই হতে পারে ৷ যেখানে খেলোয়াড়কে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে ৷ আর তা না পারলে, তাঁকে সরে গিয়ে অন্য ক্রিকেটারকে দলে জায়গা করে দিতে হবে ৷’’ যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন হিসেবে উঠে আসবে বলে মনে করেন বিরাট ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না এটা ক্রিকেটের ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর ৷ যেখানে আমরা ক্রিকেট সংস্কৃতিকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে চাইছি ৷’’