পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রতি আক্রমণে খেলা সেরা ইনিংস, ঋষভের প্রশংসায় শাস্ত্রী

ঋষভের ম্যাচ জেতানো ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কোচ রবি শাস্ত্রী ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, ঋষভের খেলা ইনিংস ঘরের মাঠে ছয় নম্বরে খেলা সেরা ইনিংস ৷ সেই সঙ্গে গত কয়েক মাসে ঋষভের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন রবি শাস্ত্রী ৷

pants-ton-vs-england-in-4th-test-best-by-no-6-batsman-ravi-shastri
প্রতি আক্রমণে খেলা সেরা ইনিংস, ঋষভের প্রশংসায় রবি শাস্ত্রী

By

Published : Mar 6, 2021, 7:49 PM IST

আমেদাবাদে, 6 মার্চ : ছয় নম্বর ব্য়াটসম্যান হিসেবে প্রতি আক্রমণে গিয়ে সেরা ইনিংস খেলেছেন ঋষভ পন্থ ৷ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ইনিংস ও 25 রানে জিতে এমনই জানালেন কোচ রবি শাস্ত্রী ৷ তাঁর মতে, ঘরের মাঠে 6 নম্বরে ব্যাট করতে নেমে প্রতি আক্রমণে গিয়ে খেলা সেরা ইনিংস ঋষভের ৷ প্রসঙ্গত, যখন ভারতীয় টপ অর্ডারের সব ব্যাটসম্যান অ্য়ান্ডারসন এবং বেন স্টোকসের সামনে ধরাশায়ী হয়ে পড়েছিল, তখন 6 নম্বরে ব্যাট করতে নেমে 118 বলে 101 রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ ৷ যেখানে প্রথমের দিকে ধৈর্য ধরে ক্রিজ় আঁকড়ে পড়েছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ৷ অর্ধ শতরান করার পর আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাটিং করতে শুরু করেন তিনি ৷

শাস্ত্রীর কথায়, ‘‘ঋষভ গত চার-পাঁচ মাসে কঠিন পরিশ্রম করেছেন এবং এখন তার ফল পাওয়া যাচ্ছে ৷ গতকালের তাঁর ইনিংস সেরা প্রতি আক্রমণে গিয়ে খেলা ইনিংস ৷ যা আমি ভারতের মাটিতে একজন ভারতীয় ব্যাটসম্যানকে খেলতে দেখেছি ৷ বিশেষ করে যখন বল টার্ন করছিল, সেই সময় ছয় নম্বরে নেমে খেলা সেরা ইনিংস এটি ৷’’ ঋষভকে নিয়ে বলতে গিয়ে কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, ভারতীয় দল তাঁর নির্বাচন নিয়ে সবসময় কঠোর মনোভাব দেখিয়েছে ৷ কোনও কিছুই সহজে পাওয়া যায় না ৷ শাস্ত্রী এও জানান, ঋষভ কয়েকমাসে নিজের ওজন কমিয়েছেন এবং উইকেট পিকিংয়ে নিজের দক্ষতা আরও মজবুত করেছেন ৷ তাঁর কথায়, ‘‘আমরা জানি ও কতটা দক্ষ ৷ আমরা জানি ও একজন সত্যিকারের ম্যাচ উইনার এবং ওঁর নিজের দায়িত্ব পালন করেছে ৷’’

অন্যদিকে, রোহিত শর্মার সঙ্গে ব্যাট করার সময়, পন্থ নিজের ব্যাটিংয়ের উপর যে নিয়ন্ত্রণ দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন রবি শাস্ত্রী ৷ তিনি বলেছেন, ‘‘দু‘জনের মধ্যে পার্টনারশিপের দু’টো ভাগ ছিল ৷ রোহিতের সঙ্গে পার্টনারশিপ করার সময় নিজের স্বভাবের বিরুদ্ধে ব্যাট করেছেন ঋষভ পন্থ ৷ আর সেটা করা কখনই সহজ নয় ৷ আর 50 করার পর সেখান থেকে ইনিংসের গতি বদলাতে শুরু করেন তিনি ৷ যা অসাধারণ ছিল ৷’’

আরও পড়ুন : অক্ষর-অশ্বিন জাদুতে লর্ডসের উড়ানে বিরাটরা

শাস্ত্রীর মতে, পন্থ যথেষ্ঠ প্রতিভাবান হলেও তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে তিনি ব্যর্থ হচ্ছিলেন ৷ এমনকি খারাপ ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পিছনেও খারাপ পারফরমেন্সের জন্য সমালোচিত হচ্ছিলেন ৷ সেই জায়গা থেকে গত কয়েক মাসে উইকেট কিপার হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে ঋষভের পারফরমেন্স অসাধারণ বলেই মনে করছেন কোচ রবি শাস্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details