পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম - মোতেরা স্টেডিয়ামের নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম

নরেন্দ্র মোদি স্টেডিয়াম
নরেন্দ্র মোদি স্টেডিয়াম

By

Published : Feb 24, 2021, 1:14 PM IST

Updated : Feb 24, 2021, 1:45 PM IST

13:12 February 24

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : নাম পরিবর্তন হল বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়ামের ৷ নতুন নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা ঘোষণা করেন ৷  

আজ উদ্বোধন করা হয় নব নির্মিত এই স্টেডিয়ামের ৷ উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহও ৷ তবে আজ উপস্থিত ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷  

মোতেরার উদ্বোধন করতে এসে অমিত শাহ বলেন, ‘‘ মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি বলতেন, গুজরাতীদের দুটি ক্ষেত্রে অগ্রগতি করতে হবে ৷ এক স্পোর্টস,  দুই সশস্ত্রবাহিনী ৷ আমার অনুরোধে তিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন ৷ তাঁর স্বপ্ন ছিল এখানে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার ৷ এই 1 লাখ 32 হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটি আজ থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম হিসেবে পরিচিত হবে ৷’’ 

আরও পড়ুন : না থাকার হতাশা নিয়েও ভরা মোতেরা দেখতে টুইট দাদার

তিনি আরও বলেন, ‘‘বল্লভ ভাই প্যাটেল স্পোর্টস এনক্লোভ, নরেন্দ্র মোদি স্টেডিয়াম এছাড়াও নারাণপুড়াতে আরও একটি স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করা হবে ৷ এই তিনটি স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করতে পারবে ৷ আমেদাবাদ দেশের স্পোর্টস সিটি হিসেবে উঠে আসবে ৷’’

Last Updated : Feb 24, 2021, 1:45 PM IST

For All Latest Updates

TAGGED:

MODI

ABOUT THE AUTHOR

...view details