আমেদাবাদ, 23 ফেব্রুয়ারি : আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ও 5টি ওয়ান ডে শুরু হতে চলেছে এই ক্রিকেট গ্রাউন্ডে ৷
এই সিরিজ়ের ম্যাচ দিয়েই আমেদাবাদে সাত বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ শেষ বার 2014 সালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল মোতেরা ক্রিকেট স্টেডিয়াম ৷
সেবার অম্বাতি রায়ড়ুর অপরাজিত শতরানে ভর করে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারায় মেন ইন ব্লুজরা ৷ এর কয়েকদিন পর থেকেই নতুনভাবে মোতেরা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ শুরু করে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ আগে এই স্টেডিয়ামে 54 হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারত ৷ নবনির্মিত স্টেডিয়ামে 1 লাখ 10 হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে ৷ এটাই বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷