পুনে, 29 মার্চ : কেন ভুবনেশ্বর কুমারকে ম্যান অফ দ্য সিরিজ় ঘোষণা করা হল না? এবার এই প্রশ্ন তুললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ তাঁর মতে, তিন ম্যাচে ওয়ান’ডে সিরিজ়ে ভুবনেশ্বর অসাধারণ পারফরমেন্স করেছেন ৷ প্রসঙ্গত, শেষ ওয়ান’ডে বাদে সিরিজ়ে প্রথম দুই ম্যাচে 94 এবং 124 রান করার সুবাদে ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ার্স্টোকে গতকাল ম্যান অফ দ্য সিরিজ় ঘোষণা করেছে ধারাভাষ্যকারদের প্যানেল ৷ তিনি সিরিজ়ে মোট 219 রান করেন ৷
আর ধারাভাষ্যকারদের এই সিদ্ধান্তেই অবাক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ এ নিয়ে ভন টুইটারে লেখেন, ‘‘কেন ভুবনেশ্বর কুমারকে সিরিজ়ের সেরা খেলোয়াড় বাছা হল না???? এমনি বলছি!’’ ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজ়ে অসাধারণ ইকনমি রেটে 6 উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ৷ 2020-র আইপিএলে হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে টি-20 সিরিজ়ে ভারতের হয়ে প্রত্যাবর্তন ঘটে ভুবির ৷ যেখানে শুরু থেকেই নিজের বোলিং-এ প্রভাবিত করেন ভুবি ৷ যা 5 ম্যাচের টি-20 সিরিজ় হোক বা 3 ম্য়াচের ওয়ান’ডে সিরিজ় ৷ লাগাতার 8 ম্যাচে ধারাবাহিকভাবে ভালো বল করেছেন তিনি ৷ চোট পেয়ে দলে ফিরেই এই অসাধারণ পারফরমেন্সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমার ৷