দিল্লি, 17 ফেব্রুয়ারি : চায়নাম্যান বোলার কুলদীপ যাদব আমেদাবাদের প্রথম গোলাপি বলের টেস্টে জায়গা নাও পেতে পারেন ৷ এমনই মত ভারতের প্রাক্তন ওপেনার ও অধিনায়ক সুনীল গাভাসকরের ৷ কুলদীপের পরিবর্তে মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন জসপ্রীত বুমরা ৷ আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম গোলাপি বলের দিন রাতের টেস্ট ৷
তাঁর যুক্তি বোঝাতে সুনীল গাভাসকর বলেন, ভারত সম্ভবত তিন পেসারে নামতে পারে ৷ সেক্ষেত্রে সিরাজ ও ইশান্তের সঙ্গে খেলতে পারেন বুমরা ৷ তাই ডাগআউটে বসতে হবে কুলদীপকে ৷ এবং এটাই ভারতীয় দলে একমাত্র পরিবর্তন হতে পারে বলে মনে করেন গাভাসকর ৷
তবে সুনীল গাভাসকর মনে করেন হার্দিক পাণ্ডিয়াও দলে জায়গা পেতে পারেন ৷ তবে সেক্ষেত্রে তাঁর ফিটনেস একটি বড় ইশু হতে পারে ৷ একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় গাভাসকর বলেন, ‘‘আমি নিশ্চিত নই, পাণ্ডিয়া বল করার মতো ফিট আছে কিনা ৷ যদি তিনি ফিট থাকেন তাহলে, তিনি দলে জায়গা করে নিতে পারেন ৷ তবে আমার মতে ভারতকে তিন সিমার ও দুই স্পিনারে খেলা উচিত ৷