পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 5, 2021, 4:55 PM IST

ETV Bharat / sports

ঘরের মাঠে বুমরার প্রথম শিকার লরেন্স

দেশের হয়ে 17টি ম্যাচে টেস্টে নেমেছেন জসপ্রীত বুমরা ৷ তবে দেশের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামলেন ভারতীয় স্পিডস্টার ৷ ঘরের মাঠে এর আগে ওয়েস্ট ইন্ডিজ় ও বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ থাকলেও চোটের কারণে খেলা হয়নি ৷

জসপ্রীত বুমরা
জসপ্রীত বুমরা

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : ড্যানিয়েল লরেন্স, ইনল্যান্ড নাম্বর থ্রি ব্যাটসম্যানই দেশের মাটিতে ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরার প্রথম উইকেট ৷ 27 বছরের বুমরার দ্রুতগতির বল বুঝে ওঠার আগেই লরেন্সে প্যাডে লাগে ৷ তাঁরে এলবিডাব্লিউ দেন আম্পায়ার ৷

দুরন্ত শুরু করেন দুই ইংল্যান্ড ওপেনার ৷ তবে লাঞ্চের আগেই ফেরেন রোরি বার্নস ৷ লাঞ্চ পর্যন্ত আর কোনও উইকেট হারাতে চায়নি ইংল্যান্ড ৷ কিন্তু বুমরার রিভার্সসুইং বুঝতে পারেননি ড্যানিয়েল লরেন্স ৷ যদিও ডিআরএসের জন্য নন স্ট্রাইকার এন্ডে থাকা ডোমিনিক সিবলের সঙ্গে আলোচনা করেন লরেন্স ৷ তবে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরার সিদ্ধান্ত নেন তিনি ৷

এর আগে দেশের হয়ে 17টি ম্যাচে মাঠে নেমেছেন জসপ্রীত বুমরা ৷ তবে দেশের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামলেন ভারতীয় স্পিডস্টার ৷ ঘরের মাঠে এর আগে ওয়েস্ট ইন্ডিজ় ও বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ থাকলেও চোটের কারণে খেলা হয়নি ৷ এখনও পর্যন্ত 17টি টেস্টে 79টি উইকেট তুলে নিয়েছেন বুমরা ৷ তার মধ্যে পাঁচবার এক ইনিংসে পাঁচটি করে উইকেট তুলেছেন তিনি ৷ তাঁর সেরা বোলিং ফিগার 27 রানের বিনিময়ে 6টি উইকেট ৷

আরও পড়ুন : শততম টেস্টেও ভারতের বিরুদ্ধে মাঠে রুট

চেন্নাইয়ের ভালো ব্যাটিং ট্রাকে টস জিতে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক জো রুট ৷ ভালো শুরু করেন দুই ওপোনর রোরি বার্নস ও ডোমিনিক সিবলে ৷ 63 রানের পার্টনারশিপ গড়েন দু’জনে ৷ যদিও রবিচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ঋষভ পন্থের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন রোরি ৷ তারপরই ক্রিজ়ে এসে বুমরার শিকার হয় লরেন্স ৷

ABOUT THE AUTHOR

...view details