পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘‘অধিনায়কের মানসিকতা বোঝাটা গুরুত্বপূর্ণ’’, মনে করেন ইশান্ত শর্মা - টেস্ট ক্রিকেট

বুধবার দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করতে চলেছেন ইশান্ত শর্মা ৷ আর এই লম্বা সফর নিয়ে তাঁর বক্তব্য, তিনি অধিনায়কের খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টা করেছেন এতগুলো বছরে ৷

ishant sharma-on-100-it-was-important-that-i-understood-captains-psyche-than-other-way-round
‘‘অধিনায়কের মানসিকতা বোঝাটা গুরুত্বপূর্ণ’’, মনে করেন ইশান্ত শর্মা

By

Published : Feb 22, 2021, 9:44 PM IST

আমেদাবাদ, 22 ফেব্রুয়ারি : বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবে পর, ইশান্ত শর্মা প্রথম মিডিয়াম পেসার যিনি ভারতের হয়ে একশো টেস্ট খেলবেন ৷ বুধবার আমেদাবাদে শুরু হতে চলা দিনরাতের টেস্ট ম্যাচে নিজের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে 100তম ম্যাচ খেলতে নামছেন ইশান্ত শর্মা ৷ তার আগে নিজের খেলা এবং দলের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে কথা বললেন ভারতের এই ইনসুংঙ্গার মিডিয়াম পেসার ৷

ইশান্ত মনে করেন ম্যাচে অন্যান্য বিষয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ, অধিনায়ক তাঁর থেকে কী চাইছেন সেটা বোঝা ৷ মাত্র 18 বছর বয়সে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ডেবিউ করেন ইশান্ত শর্মা ৷ সেই সময় রাহুল দ্রাবিড় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ এরপর অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে টেস্ট ম্যাচ খেলেছেন ইশান্ত ৷ আর সেই প্রসঙ্গেই ইশান্তকে জিজ্ঞাসা করা হয়, কোন অধিনায়ক এতগুলো বছরে তাঁর খেলা সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন ? যার জবাবে ইশান্ত জানান, ‘‘এটা বলা কঠিন যে কে আমাকে সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন ৷ কারণ তাঁরা সকলেই আমাকে ভালো করে বোঝেন ৷ কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অধিনায়ক আমাকে কতটা বুঝলো তা নয় ৷ আমি অধিনায়ক কী চাইছেন, সেটা আমি কতটা বুঝতে পারলাম সেটাই আসল ৷’’

আরও পড়ুন : টেস্ট ব্যাটসম্যান হিসেবে সব ধরণের পরিবেশে মানিয়ে নিতে হবে : স্টোকস

‘‘এটা খুব গুরুত্বপূর্ণ, যে অধিনায়ক আমার কাছ থেকে বিশেষ কী চাইছেন! এইসব বিষয়গুলি যদি স্পষ্ট হয়ে যায়, তবে বোঝাপড়া খুবই সহজ হয় ৷’’ বলেন ইশান্ত শর্মা ৷ ভারতীয় এই মিডিয়াম পেসার 99 টেস্টে 302 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, তাঁর 100 টেস্ট ম্যাচ খেলার পিছনে, আসল কারণ কী কেরিয়ারের শুরুতেই ওয়ান’ডে দল থেকে বাদ পড়া এবং আইপিএলের বেশ কয়েকটি সিজনে সুযোগ না পাওয়া ? এই প্রশ্নের জবাবেও সোজাসাপটা জবাব দিয়েছেন ইশান্ত ৷ তিনি বলেন, ‘‘আমি এই বিষয়টিকে ছদ্মবেশী আশির্বাদ হিসেবে মনে করি ৷ কারণ এমন নয় যে, আমি সাদা বলের ক্রিকেট খেলতে চাই না ৷ কিন্তু, একজন ক্রিকেটার সুযোগ না পেলে, সেই ক্রিকেটারের কিছু করার নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details