পুণে, 24 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার প্রথম ওয়ান’ডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে ৷ বিসিসিআই-র তরফে জানানো হয়েছে, শ্রেয়সের বাঁ কাঁধে অস্ত্রোপচার করাতে হতে পারে ৷ ফলে এই সিরিজ় তো বটেই, এমনকি 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷
বিসিসিআই-র একটি সূত্রের তরফে জানানো হয়েছে, গতকাল মাঠেই শ্রেয়স যন্ত্রণায় ছটফট করছিলেন ৷ এর পর তাঁর কাঁধের স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত অস্ত্রোপচার করতে হতে পারে ৷ তবে, এনিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আরও কিছুদিন অপেক্ষা করে দেখা হতে পারে বলেই জানা যাচ্ছে ৷ তবে, অস্ত্রোপচারের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ এ নিয়ে বিসিসিআই-র ওই সূত্র জানিয়েছে, ‘‘সাধারণভাবে দেখে অস্ত্রোপচার করাতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, তার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে ৷ তারপর যদি অস্ত্রোপচার করতেই হয়, তবে, শ্রেয়স আইপিএল থেকেও ছিটকে যাবেন ৷’’