মুম্বই, 20 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে ডাক পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ইশান কিষাণ ৷
প্রথম টি-20 ম্যাচটি খেলা হবে 12 মার্চ আহমেদাবাদের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে ৷ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ৷ মিস্ট্রি স্পিনার তথা কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীও দলে ডাক পেয়েছেন ৷ 19 জনের দলে ডাক পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার সূর্যকুমার যাদব ও রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া ৷ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ এছাড়া চোটের জন্য দলে জায়গা করতে পারেননি মহম্মদ শামি ৷