পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্টে বাঁ হাতি ব্যাটসম্যানদের "যম" অশ্বিন

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি 200 বার বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার রেকর্ড করলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ আজ চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই কীর্তি লাভ করেন তিনি ৷

Indian spinner Ravichandran Ashwin on Sunday became the first bowler to dismiss 200 left-handed batsmen in Test cricket
টেস্টে সর্বাধিক 200 বার অশ্বিনের ঘূর্ণির শিকার বাঁ হাতি ব্যাটসম্যানরা

By

Published : Feb 14, 2021, 7:36 PM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : টেস্ট ক্রিকেট সর্বাধিক 200 বার বাঁ হাতি ব্যাটসম্যানদের আউট করার রেকর্ড করলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ বিশ্বের আর কোনও স্পিনার বা পেসারের এই রেকর্ড নেই ৷ আজ চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ডটি করেন তিনি ৷

তবে, শুধুই সর্বাধিক বাঁ হাতি ব্যাটম্যানের শিকার নয় ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে টেস্টে 29 বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করলেন অশ্বিন ৷ যার পরে প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মিডিয়াম পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যৌথভাবে পাঁচ উইকেট নেওয়ার বোলারদের তালিকায় 7 নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ এ নিয়ে আইসিসি-র তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে বলা হয়েছে, ‘‘কী অসাধারণ স্পেল অশ্বিনের! তিনি 29 বার পাঁচ উইকেট নিলেন ৷ যৌথভাবে গ্রেট গ্লেন ম্যাকগ্রার সঙ্গে সপ্তম স্থানে রয়েছেন৷’’

আরও পড়ুন : অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড, 249 রানে এগিয়ে কোহলি ব্রিগেড

এই মুহূর্তে সর্বাধিক বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার তালিকায় 2নম্বরে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান অফ স্পিনার মুথাইয়া মুরলীধরন ৷ তিনি 191 বার বাঁ হাতি ব্যাটসম্যানদের আউট করেছেন ৷ এরপর তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ৷ তিনি 190 বার বাঁ হাতি ব্যাটসম্যানকে টেস্টে আউট করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details