আমেদাবাদ, 25 ফেব্রুয়ারি : নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত ৷ মাত্র দুই দিনেই শেষ হল খেলা ৷ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে স্পিনের ভেল্কি দেখল দর্শকরা ৷
স্পিনের জাদুতে ধরাশায়ী ইংল্যান্ড ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্রিটিশদের ব্যাটিং বিপর্যয় ৷ মাত্র 81 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র 49 রান ৷
ফের ইংরেজদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়ান তরুণ ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ৷ প্রথম ইনিংসে 6টি উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিলেন পাঁচটি উইকেট ৷ প্রথম ওভারেই তাঁর ঘূর্ণি বুঝতে না পেরে ক্লিন বোল্ড হন জ্যাক ক্রল্যে ও জনি বেয়ারস্ট্রো ৷ তারপর একে একে সিবলে, রুট ও ফোক্সকে ফেরান অক্ষর ৷ চলতি সিরিজ়ে রুটকে একাবারে বোতল বন্দী করে রেখেছেন অক্ষর ৷ এখনও পর্যন্ত তিনটি ইনিংসেই রুটের উইকেট নিলেন অক্ষর ৷