চেন্নাই, 4 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান সামারে স্বপ্নের সিরিজ জয় দিয়ে নতুন বছর শুরু করেছে ভারতীয় দল ৷ সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির ইয়ং ব্রিগেড ৷ যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার দ্বৈরথও হবে দুই শিবিরে ৷ মোটের উপর আগামী দেড় মাসে জমজমাট লড়াই হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ৷
কোরোনা আবহের মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড সিরিজেরর হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে ভারতে ৷ ক্রিকেটের বিজ্ঞাপনের ক্ষেত্রে এই সিরিজের থেকে বড় কিছু হতে পারে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তবে, কোন দলের পাল্লা ভারী এই লড়াইয়ে? খাতায় কলমে এবং সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে ভারতীয় দল এক্ষেত্রে অনেকটাই এগিয়ে ৷ সেখানেই ইংল্যান্ড দলের ব্য়াটিং ভরসা অধিনায়ক জো রুট এবং বল হাতে জেমস অ্যান্ডারসন ৷
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে নিজের 100 টেস্ট ম্যাচ খেলতে নামছেন জো রুট ৷ যেখানে ইংল্যান্ডের হয়ে নতুন বল খেলার ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ খেলোয়াড় তিনি ৷ যেখানে ভারতীয় উপমহাদেশী পিচে খেলার অভিজ্ঞতা খুবই সামান্য ৷ এমনকি ন’বছর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজ জেতা দলে মাত্র 2 জন সদস্য বর্তমান দলে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন জেমস অ্যান্ডারসন এবং অন্যজন স্টুয়ার্ট ব্রড ৷