পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘরের মাঠে সেরার তকমা নিয়ে চেন্নাই অভিযানে বিরাট ব্রিগেড - ভারতীয় দল

ঘরের মাঠে ফেভারিট দল হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত ৷ যে সিরিজে পিতৃত্বকালীন ছুটির পর ভারতীয় দলে যোগ দিচ্ছেন বিরাট কোহলি ৷ একই সঙ্গে, উপ মহাদেশীয় উইকেটে ভারতীয় দলের স্পিনারদের সামলাতে ইংল্যান্ডের ভরসা অধিনায়ক জো রুট ৷ তবে, খাতায় কলমে এক তরফা সিরিজ মনে হলেও, মাঠের লড়াই যে এক তরফা হবে না বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

india-vs-england-preview-1st-test-match-in-chennai
ঘরের মাঠে সেরার তকমা নিয়ে চেন্নাই অভিযানে বিরাট ব্রিগেড

By

Published : Feb 4, 2021, 10:01 PM IST

চেন্নাই, 4 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান সামারে স্বপ্নের সিরিজ জয় দিয়ে নতুন বছর শুরু করেছে ভারতীয় দল ৷ সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির ইয়ং ব্রিগেড ৷ যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার দ্বৈরথও হবে দুই শিবিরে ৷ মোটের উপর আগামী দেড় মাসে জমজমাট লড়াই হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ৷

কোরোনা আবহের মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড সিরিজেরর হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে ভারতে ৷ ক্রিকেটের বিজ্ঞাপনের ক্ষেত্রে এই সিরিজের থেকে বড় কিছু হতে পারে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তবে, কোন দলের পাল্লা ভারী এই লড়াইয়ে? খাতায় কলমে এবং সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে ভারতীয় দল এক্ষেত্রে অনেকটাই এগিয়ে ৷ সেখানেই ইংল্যান্ড দলের ব্য়াটিং ভরসা অধিনায়ক জো রুট এবং বল হাতে জেমস অ্যান্ডারসন ৷

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে নিজের 100 টেস্ট ম্যাচ খেলতে নামছেন জো রুট ৷ যেখানে ইংল্যান্ডের হয়ে নতুন বল খেলার ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ খেলোয়াড় তিনি ৷ যেখানে ভারতীয় উপমহাদেশী পিচে খেলার অভিজ্ঞতা খুবই সামান্য ৷ এমনকি ন’বছর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজ জেতা দলে মাত্র 2 জন সদস্য বর্তমান দলে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন জেমস অ্যান্ডারসন এবং অন্যজন স্টুয়ার্ট ব্রড ৷

অন্যদিকে, ভারতের তরফে লম্বা বিশ্রামের পর আগামীকাল মাঠে নামতে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ যেখানে তাঁর উপস্থিতি ম্যাচের গুরুত্বকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে ৷ অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে একশো শতাংশ ট্র্যাক রেকর্ড রয়েছে চেতেশ্বর পূজারার ৷ তবে, নতুন বলে ভারতীয় ওপেনারদের টেকনিকের পরীক্ষা নিতে চলেছেন জেসম অ্যান্ডারসন ৷ যেখানে ঘরের মাঠে ধৈর্যের পরীক্ষা দিতে হবে রোহিত শর্মাকে ৷ একই সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে শুভমান গিল নামলে, তাঁরও টেকনিকের পরীক্ষা নেবেন বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি সিমার ৷ পাশাপাশি ইংল্যান্ড দলের হয়ে বল হাতে ভারতীয় দলকে চাপে ফেলতে পারেন জোফরা আর্চার এবং বেন স্টোকসরা ৷

আরও পড়ুন : কোহলিদের মোকাবিলায় ব্রিটিশদের ভরসা কারা

ইংল্যান্ডের পেস বোলিং অ্যাটাক শক্তিশালী হলেও, স্পিন বিভাগ তেমন ধারাল কেউ নেই ৷ এই পরিস্থিতিতে ভারতের পক্ষেও একটাই খারাপ খবর রবীন্দ্র জাদেজার না থাকা ৷ গত 3-4 বছরে ঘরের মাঠে অলরাউন্ডার হিসেবে জাদেজার পারফর্মেন্স খুবই উল্লেখযোগ্য ৷ সব মিলিয়ে জমাটি সিরিজ শুরু হতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details