চেন্নাই, 17 ফেব্রুয়ারি : ক্রিকেটই তাঁর কাছে সব । ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারেন না । এমনই বললেন ভারতীয় অপ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন । চলতি সিরিজ়ে প্রথম ম্য়াচ হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারত । ম্য়াচের অন্যতম নায়ক সেই অশ্বিন । ব্যাট ও বল হাতে অসমান্য কৃতিত্বের প্রমাণ দিয়েছেন । এহেন অশ্বিন খেলার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে একটি সাক্ষাৎকার দিলেন ।
বিরাটের কথায় আগে এত আক্রমণাত্মক অশ্বিনকে তিনি দেখেননি । অস্ট্রেলিয়া সফর থেকে আলাদা কী হয়েছে । উত্তরে অশ্বিন বলেন, করোনা সবার জীবন বদলে দিয়েছে । করোনাকালে বন্ধ থেকেছে কাজ, বন্ধ থেকেছে ক্রিকেট । এমতাবস্থায় অশ্বিন বলেন, "যেভাবে সব বন্ধ হয়ে গিয়েছিল, তাতে জানতামও না এরপর কী ঘটবে । ক্রিকেট ছাড়া কিছু বুঝি না । যদি আমার থেকে ক্রিকেটকে নিয়ে নেওয়া হয়, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলব । আমি যখন ক্রিকেট নাও খেলি, টিভি চালিয়ে পুরানো খেলা দেখি ।" তিনি তাঁর খেলায় পরিবর্তনের কারণ বলতে গিয়ে বলেন, আগে তিনি বিদেশে গিয়ে নিজের খেলা নিয়ে ভেবে এবং অন্য়কে ভুল প্রমাণ করানোর চেষ্টা করতেন । অজ়ি সফরে তিনি ভাবনা বদলান । অন্যরা কী বলল তাতে কান না দিয়ে, নিজের সেরাটা দিয়ে নিজেই নিজের কাছে সেরা প্রমাণ করার ভেবেছিলেন । আর তা থেকেই আসে সাফল্য । এছাড়াও পূজারা, রাহানে এবং কোহলির হার না মানা মানসিকতা যে অনেকটাই সাহায্য করে তাঁকে তা খোদ অধিনায়কের সামনেই মেনে নেন তিনি ।