চেন্নাই, 16 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে হাতে চোট পেয়েছিলেন ভারতী ওপেনার শুভমন গিল ৷ সেই চোট কতটা গুরুতর তা জানতে শুভমনের বাঁ হাতে স্ক্যান করা হয়েছে ৷ বিসিসিআইয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে ৷ আজ চতুর্থ দিনে সেই চোটের কারণে ফিল্ডিং করতে নামেননি শুভমন ৷
‘‘দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুভমন তাঁর বাঁ হাতের ফোরআর্মে চোট পান ৷ সতর্কতামূলক পদক্ষেপের জন্য তার স্ক্যান করা হয় ৷ বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁর চিকিৎসা করছে ৷ তিনি আজ ফিল্ডিং করবেন না’’, টুইটারে এমনই জানায় বিসিসিআই ৷