পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি - শতক

শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়৷ একবিংশ শতকে এখনও পর্যন্ত তিনটি মাত্র দেশ 100টি করে টেস্ট জিতেছে৷ ভারত জিতেছে 98টিতে৷ ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ব্রিটিশদের কাবু করতে পারলেই একবিংশ শতকের 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় ঢুকে যাবে ভারত৷

India just two short of 100 Test wins in 21st century
ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি

By

Published : Feb 4, 2021, 7:00 PM IST

চেন্নাই, 4 ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়েই কি নয়া রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া? আপাতত তারই অপেক্ষায় দিন গুণছেন দেশের ক্রিকেট অনুরাগীরা৷ 2000 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 216টি টেস্ট সিরিজ় খেলেছে ভারত৷ তারমধ্যে জয় পেয়েছে 98টিতে৷ অর্থাৎ, আর দু’টো সিরিজ় পকেটে পুরলেই একবিংশ শতকের 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় চতুর্থ দেশ হিসাবে ঢুকে যাবে ভারত৷

তথ্য বলছে, গত শতাব্দীতে 68 বছর ধরে ভারত যতগুলি টেস্টে জয়লাভ করেছিল, নতুন শতকে এসে সেই সাফল্যকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ 1932 সালের জুন মাসে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলেছিল ভারত৷ 1999 সালের 31 ডিসেম্বরের মধ্যে মোট 330টি আন্তর্জাতিক টেস্ট সিরিজ় খেলেছিলেন আমাদের দেশের ক্রিকেটাররা৷ জয়ী হয়েছিলেন মাত্র 61টিতে৷

শুক্রবার থেকেই দেশের মাটিতে ব্রিটিশদের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেটদল৷ এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ়৷ সেক্ষেত্রে একবিংশ শতকের 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় ঢুকতে আর মাত্র দু’টি সিরিজ পকেটে পুরতে হবে বিরাটদের৷

প্রসঙ্গত, এই শতাব্দীতে ভারত সবথেকে বেশি সফল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এখনও পর্যন্ত 46টি টেস্টে পরস্পরের মুখোমুখি হয়েছে এই দু’টি দেশ৷ তার মধ্যে ভারত জিতেছে 19টি৷ হেরেছে 16টি টেস্ট এবং ড্র হয়েছে 11টি৷ অন্যদিকে, ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে খেলা হয়েছে 45 বার৷ তারমধ্যে ভারত জয়ী হয়েছে 12টিতে৷ হারতে হয়েছে 15টি টেস্ট৷

আরও পড়ুন:ভারত-ইংল্যান্ড সিরিজ়ে নেই কোনও নিরপেক্ষ আম্পায়ার

এই শতকে যে তিনটি দেশ ইতিমধ্যেই 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় ঢুকে পড়েছে সেগুলি হল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা৷ তাদের ঝুলিতে রয়েছে যথাক্রমে 138, 120 এবং 100টি জয়৷

ABOUT THE AUTHOR

...view details