চেন্নাই, 4 ফেব্রুয়ারি: শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়েই কি নয়া রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া? আপাতত তারই অপেক্ষায় দিন গুণছেন দেশের ক্রিকেট অনুরাগীরা৷ 2000 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 216টি টেস্ট সিরিজ় খেলেছে ভারত৷ তারমধ্যে জয় পেয়েছে 98টিতে৷ অর্থাৎ, আর দু’টো সিরিজ় পকেটে পুরলেই একবিংশ শতকের 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় চতুর্থ দেশ হিসাবে ঢুকে যাবে ভারত৷
তথ্য বলছে, গত শতাব্দীতে 68 বছর ধরে ভারত যতগুলি টেস্টে জয়লাভ করেছিল, নতুন শতকে এসে সেই সাফল্যকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ 1932 সালের জুন মাসে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলেছিল ভারত৷ 1999 সালের 31 ডিসেম্বরের মধ্যে মোট 330টি আন্তর্জাতিক টেস্ট সিরিজ় খেলেছিলেন আমাদের দেশের ক্রিকেটাররা৷ জয়ী হয়েছিলেন মাত্র 61টিতে৷
শুক্রবার থেকেই দেশের মাটিতে ব্রিটিশদের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেটদল৷ এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ়৷ সেক্ষেত্রে একবিংশ শতকের 100টি টেস্ট সিরিজ় জয়ীদের তালিকায় ঢুকতে আর মাত্র দু’টি সিরিজ পকেটে পুরতে হবে বিরাটদের৷