চেন্নাই, 13 ফেব্রুয়ারি : ঘরের মাঠে ফিরতেই যেন ফর্ম ফিরে আসে হিটম্যানের । শতরান করে দলের ভার কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি । মাত্র 130 বলে শতরান পূর্ণ করেন রোহিত । টেস্ট জার্সি জাতীয় দলের 7 নম্বর শতরান আসে তাঁর ব্যাট থেকে । 15 মাস এবং 9 ইনিংসের অপেক্ষার পর ভারতের মাটিতে সপ্তম শতরান এল ।
খেলার শুরুতেই স্কোরের খাতায় একটি রানও যোগ না করেই ফিরতে হয় ভালো টাচ-এ থাকা শুভমনকে । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । এরপর প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে 85 রান যোগ করেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা । 8টি চার এবং 1টি ছয়ের সাহায্যে 47 বলে অর্ধশতরান পূ্র্ণ করেন রোহিত । এরপর জ্যাক লিচের বলে 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন পূজারা । কিং কোহলিও নিজের রানের খাতা খোলার আগেই মইন আলির বলে বোল্ড হন । এরপর রোহিত এবং রাহানে দলের দায়িত্ব নেন । ক্রিজে রয়েছেন রোহিত ও রাহানে ।