পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কিং কোহলির 'হুইসেল'-এ মাত চেন্নাই - whistle podu

চেন্নাইয়ের 'হুইসেল পডু' এমনিতেই জনপ্রিয় । 'থালা' বা ধোনির 'হুইসেল পডু' ই বিখ্যাত । তবে চেন্নাই এবার মাতল বিরাটের 'হুইসেল' এ ।

kohli
kohli

By

Published : Feb 14, 2021, 5:02 PM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : কোরোনা পরবর্তী ঘরে ফিরেছে ক্রিকেট । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দর্শক অনুমতি না হলেও দ্বিতীয় টেস্ট থেকে মাঠে আসছেন দর্শকরা । 50 শতাংশ দর্শকদের উপস্থিতিতে শুরু হয়েছে খেলা । আর সেই দর্শকদের বরাবরের মতোই নিরাশ করছে না ভারতীয় দল । চেন্নাইয়ে তাদের প্রিয় ধোনির সুপার কিংসের হলুদ জার্সিতে 'হুইসেল পডু' এমনিতেই জনপ্রিয় । এবার চেন্নাই কার্যত মাতল কোহলি হুইসেলে ।

ইংল্যান্ডের স্কোর বোর্ডে তখন 63 রান, উইকেট পড়েছে 5 টি । এই অবস্থায় ভারতীয় অধিনায়ককে দেখা যায়, 'সিটি' দিয়ে দর্শকদের উৎসাহিত করতে আবেদন করার জন্য । নিরাশ করেননি দর্শকরাও । তাঁরাও উচ্ছ্বসিত কিং কোহলির প্রতিক্রিয়ায় । দর্শকদের সঙ্গে বরাবরই কোহলি স্বাচ্ছন্দ্য বোধ করেন । কোহলি বরাবারই দর্শকদের একটু বেশিই খেলার মধ্যে রাখেন ।

দলের পারফরমেন্সে স্বভাবতই খুশি দর্শকরা । প্রথম ইনিংসে 329 রান করার পর ইংল্যন্ডকে 134 রানে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা । অশ্বিন নেন 5 উইকেট । মাঠ জুড়ে দর্শকদের উন্মাদনার চিত্র বরাবরই ফুটে উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details