মুম্বই, 20 মার্চ : নয়া রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ ৷ তথ্য বলছে, এই খেলা চাক্ষুস করতে টেলিভিশনের স্ক্রিনে চোখ আটকে রেখেছিলেন লাখ লাখ মানুষ ৷ প্রতি মিনিটে দর্শকের গড় সংখ্যা ছিল (ভিউয়ারশিপ) 13 লাখের বেশি ৷ যা গত পাঁচ বছরে সর্বাধিক ৷ টি-টোয়েন্টি আসার পর টেস্ট সিরিজের ঢিমে তাল নাকি বহু মানুষই আর পছন্দ করছেন না ৷ এই ভাবনা যে একেবারেই সঠিক নয়, তারই প্রমাণ দিয়েছে এবারের এই রেকর্ড ভিউয়ারশিপ ৷ ইতিমধ্য়েই 3-1 এ সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া ৷ যা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পাকা করেছে তাদের জায়গা ৷
রেকর্ড ভিউয়ারশিপ প্রসঙ্গে সংশ্লিষ্ট সম্প্রচার কর্তৃপক্ষের প্রধান সংযোগ গুপ্তা বলেন, ‘‘টেস্ট সিরিজ নিয়ে মানুষের এই বিপুল সাড়ায় আমরা আপ্লুত ৷ প্রায় এক বছর পর ভারতের মাটিতে আন্তর্জাতিক কোনও ম্য়াচ খেলা হল ৷ কঠিন প্রতিপক্ষ, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে জায়গা করার সুযোগ, এই সবকিছুই টানটান আকর্ষণ তৈরি করেছিল ৷’’