চেন্নাই, 6 ফেব্রুয়ারি : চিপকে ভারতীয় দলের মনোবল বৃদ্ধি করতে ইশান্ত শর্মার নেওয়া পরপর দু’টি উইকেট খুবই সাহায্য করেছে৷ এমনটাই মনে করেন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিম৷ যদিও দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 8 উইকেটে 555 রান৷ চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র পাঁচ উইকেট হারিয়েছে ইংল্যান্ড৷ এর মধ্যে চারটে উইকেটই পড়েছে চা-বিরতির পর৷
এই পরিস্থিতিতে জো রুটের দল বেশ কিছুটা গিয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার থেকে৷ তবে তৃতীয় দিন ইংল্যান্ডের বাকি দু’টি উইকেট খুব একটা কঠিন হবে না বলেই মনে করেন নাদিম৷ তাঁর মতে, ইশান্ত শর্মা এদিন পরপর দু’বলে জোস বাটলার ও জোফ্রা আর্চারকে আউট না করলে ইংল্যান্ড আরও বড় রানের দিকে এগিয়ে যেতে পারত৷ সেই কারণেই তিনি ইশান্তের ওই দু’টি উইকেট ভারতের মনোবল বাড়িয়েছে বলে মনে করেন৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম এগারোতে রয়েছেন নাদিম৷ তিনিও বল হাতে দু’টি উইকেট পেয়েছেন৷ আর সেই দু’টি উইকেটও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল৷ তিনি বেন স্টোকস ও জো রুটকে আউট করেছেন৷ কারণ, রুট দ্বিশতরান করে আউট হয়েছেন৷ আর অল রাউন্ডার বেন স্টোকস আউট হয়েছেন 82 রানে৷ নাদিম জানিয়েছেন, ভারতীয় বোলাররা সঠিক জায়গায় বল করেছেন৷ আর অপেক্ষা করেছেন কখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভুল করবেন৷ সেই ভাবেই এদিন পাঁচ উইকেট এসেছে বিরাট-বাহিনীর ঝুলিতে৷
আরও পড়ুন :রানের পাহাড়ে ইংল্যান্ড, ম্যাচে ফিরতে ব্যাটসম্য়ানরা ভরসা কোহলির
চেন্নাইয়ে ইংল্যান্ডের অধিনায়ক শততম টেস্ট খেলছেন৷ শুক্রবার ম্যাচের প্রথম দিন তিনি সেঞ্চুরি করে বিশেষ নজির গড়েন৷ শনিবার তিনি আউট হন 218 রান করে৷ বলা যেতে পারে অধিনায়ক হিসেবে ভারত সফরে দলকে ভালো খেলার আত্মবিশ্বাস তিনি অনেকটাই বাড়িয়ে দিলেন৷