লন্ডন, 17 ফেব্রুয়ারি : তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টোর ওপেন করা উচিত , এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হ্যারমিশন । তৃতীয় টেস্ট আহমেদাবাদে দিন রাতের টেস্ট হতে চলেছে । আর এই টেস্টে ওপেন করার জন্যই বেয়ারস্টোর হয়ে ব্যাট ধরলেন হ্যারমিশন ।
প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে 317 রানে হার থ্রি লায়নসদের । চার ম্যাচের সিরিজ়ে দ্বিতীয় ম্যাচের পর দুই দলই 1-1 এর সমতায় । ইংল্যান্ডের দুই ওপেনার দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যর্থ । সেলভিক দুই ইনিংস মিলিয়ে মোট 19 রান করেছে । অপরদিকে ররি বার্নস মোট 25 রান করেছেন দুই ইনিংস মিলিয়ে ।
হ্যারমিশন মনে করেন, ইংল্যান্ডের ওপরের ক্রমের ব্যাটিং নিয়ে তাঁদের ভাবা উচিত । প্রাক্তন পেসারের মতে, দুই ওপেনারই সোজা ব্যাটে খেলছেন না, অথচ উপমহাদেশের পিচে সেটাই বেশি জরুরি । তিনিই বেয়ারস্টোর নামটি উল্লেখ করেন ।