লন্ডন, 14 অগস্ট : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাল রংয়ে ছেয়ে রইল লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ৷ গ্যালারিতে সবার মাথায় ছিল লাল টুপি ৷ এমনকী দুই দলের খেলোয়াড়রাও লাল টুপি পরে নেমেছিলেন ৷ কোহলি, রোহিতদের মাথায় নীলের পরিবর্তে ছিল লাল টুপি ৷ জার্সিতে লেখা নাম ও নম্বরে ছিল লালের ছোঁয়া ৷ কিন্তু কেন এমন পরিবর্তন ?
লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুটা হয়েছিল আবেগ দিয়ে ৷ মাঠে খেলার পাশাপাশি 'রেড ফর রুথ'-এর মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা ৷ আসলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস তাঁর প্রয়াত স্ত্রী -র নামে একটি ফাউন্ডেশন চালান ৷ নাম রুথ স্ট্রস ফাউন্ডেশন ৷ যে পরিবারগুলি হঠাৎ কোনও দুর্ঘটনার শিকার হয় তাদের পাশে দাঁড়ায় রুথ স্ট্রস ফাউন্ডেশন ৷ অর্থ সংগ্রহ করে সমস্যায় পড়া পরিবারগুলির হাতে তুলে দেয় এই ফাউন্ডেশন ৷ 2018 সালে নন স্মোকিং ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 46 বছরের রুথ স্ট্রসের ৷ তারপরই স্ত্রী-র স্মৃতিতে এই ফাউন্ডেশন গড়ে তোলেন অ্যান্ড্রু স্ট্রস ৷