চেন্নাই, 14 ফেব্রুয়ারি : মাত্র 134 রানে গুটিয়ে গেল থ্রি লায়নসরা । স্পিনের জাদুতে যেন ফোন নম্বরে পরিণত হয়েছে ইংল্যান্ডের স্কোর বোর্ড । অশ্বিনের ঝুলিতে 5 উইকেট । অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।
আজ দ্বিতীয় দিনের শুরুতে ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল ব্যাটে নামেন । 300 রানে 6 উইকেট থেকে দিন শুরু করে মাত্র 29 রান যোগ করে শেষ চার উইকেট হারায় ভারত । 329 রানে শেষ হল ভারতীয় প্রথম ইনিংস । ভারতের হয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং-এ ভরসা বলতে ছিলেন শুধুই পন্থ । 7 টি চার এবং 3 টি ছক্কায় সাজানো 77 বলে 58 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ঋষভ । অন্যদিকে তাঁর সঙ্গে দিনের শুরুতে ব্যাট করতে নামা অক্ষরকে আউট করেন মইন আলি । 5 রান করে স্টাম্প হয়ে ফেরেন তিনি । এরপর ইশান্ত এবং কুলদীপকে 0 রানে ফেরান মইন এবং স্টোন । শেষে সিরাজকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতীয় ইনিংসের যবনিকা পতন ঘটান ওলি স্টোন । প্রথম ইনিংসে ওলি স্টোন 3 টি, মইন আলি 4 টি এবং জ্যাক লিচ 2 টি করে উইকেট পান । এছাড়াও 1 টি উইকেট পান জো রুট ।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেন ইশান্ত শর্মা । ওপেনার বার্নসকে শূন্য রানের মাথায় এলবিডাব্লিউ আউট করেন ইশান্ত । এরপর অপর ওপেনার সিলবেকে ফেরান অশ্বিন । ব্যক্তিগত এবং দলের 16 রানের মাথায় কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরের রাস্তা দেখেন সিলবে । অধিনায়ক জো রুটকেও শিকড় বিস্তার করতে দেননি অক্ষর । ব্যক্তিগত মাত্র 6 রানের মাথায় সুইপ খেলতে গিয়ে টপ এজ লেগে অশ্বিনের হাতে ক্যাচ দেন তিনি । ইংল্যান্ডের উইকেট ধারাবাহিক ভাবে পড়তে থাকে ।