দুবাই, 8 ফেব্রুয়ারি: 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের বৃহত্তম শিক্ষা-প্রযুক্তি কোম্পানি BYJU'S-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি ঘোষণা করেছে, ওই সময়কালে তাদের বিশ্বব্যাপী পার্টনার হচ্ছে বাইজুস।
তিন বছরের এই চুক্তির ফলে আইসিসি-র সব ইভেন্টে তাদের পার্টনার থাকছে এই কোম্পানি। ইভেন্টগুলির মধ্যে থাকছে ভারতে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ও নিউ জিল্যান্ডে আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। পার্টনার হিসেবে সব আইসিসি ইভেন্টের ভেন্যু, সম্প্রচার ও ডিজিটার রাইটস উপভোগ করবে বাইজুস।