পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উপমহাদেশে কে বেশি সফল? জিমিকে এগিয়ে রাখলেন প্রতিদ্বন্দ্বী স্টেইন

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জিমি অ্যান্ডারসনের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব ৷ আর সেই তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী ডেইল স্টেইনও রয়েছেন ৷ 38 বছরের জিমিকে যিনি নিজের থেকে অনেকটাই এগিয়ে রাখছেন ৷

he-is-still-going-im-watching-from-sofa-dale-steyn-on-comparison-with-anderson
উপমহাদেশে কে বেশি সফল? জিমিকে এগিয়ে রাখলে প্রতিদ্বন্দী স্টেইন

By

Published : Feb 11, 2021, 9:32 PM IST

Updated : Feb 12, 2021, 4:44 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : নিজের সঙ্গে তুলনায় ইংল্যান্ডের মিডিয়াম পেসার জিমি অ্যান্ডারসনকে এগিয়ে রাখলেন ডেইল স্টেইন ৷ সেই প্রশংসাতেও এক অদ্ভুত তুলনা করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল স্টেইন ৷ তাঁর মতে, তিনি বাড়ির সোফায় বসে জিমিকে খেলতে দেখছেন ৷ আর যত বয়স বাড়ছে জিমি আরও ক্ষুরধার বোলার হয়ে উঠছেন ৷ প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করে 3 উইকেট নেন জিমি অ্যান্ডারসন ৷ সেই প্রেক্ষিতেই এই টুইট করেন স্টেইন ৷

‘‘একটিই তুলনা চলে, যে জিমি এখনও খেলে চলেছে এবং আমি আমার কুড়ি বাই কুড়ির সোফায় বসে তা দেখছি ৷ ও একজন কিংবদন্তী এবং বয়সের সঙ্গে আরও ভালো হয়ে উঠছে।’’ জিমির সঙ্গে নিজের তুলনায় টুইট করেন স্টেইন গান ৷ প্রসঙ্গত, উপমহাদেশীয় পরিবেশে স্টেইন না অ্যান্ডারসন ভালো বোলার? এই তর্ক বহুদিনের ৷ সেই প্রসঙ্গেই 38 বছর বয়সে জিমি অ্যান্ডারসনের বোলিং দেখে, তাঁকেই এগিয়ে রাখছেন ডেল স্টেইন ৷

আরও পড়ুন : দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জেমস অ্যান্ডরসনকে

অন্যদিকে, সতীর্থ অ্যান্ডারসনের বোলিং দেখে মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ তিনি অ্যান্ডারসনের প্রশংসায় জানান, তাঁর খেলা দেখে 2005 সালে অ্যান্ড্রু ফ্লিনটফের নায়কোচিত পারফরম্যান্সের কথা মনে পড়ে গিয়েছে তাঁর ৷

Last Updated : Feb 12, 2021, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details