দিল্লি, 11 ফেব্রুয়ারি : নিজের সঙ্গে তুলনায় ইংল্যান্ডের মিডিয়াম পেসার জিমি অ্যান্ডারসনকে এগিয়ে রাখলেন ডেইল স্টেইন ৷ সেই প্রশংসাতেও এক অদ্ভুত তুলনা করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল স্টেইন ৷ তাঁর মতে, তিনি বাড়ির সোফায় বসে জিমিকে খেলতে দেখছেন ৷ আর যত বয়স বাড়ছে জিমি আরও ক্ষুরধার বোলার হয়ে উঠছেন ৷ প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করে 3 উইকেট নেন জিমি অ্যান্ডারসন ৷ সেই প্রেক্ষিতেই এই টুইট করেন স্টেইন ৷
‘‘একটিই তুলনা চলে, যে জিমি এখনও খেলে চলেছে এবং আমি আমার কুড়ি বাই কুড়ির সোফায় বসে তা দেখছি ৷ ও একজন কিংবদন্তী এবং বয়সের সঙ্গে আরও ভালো হয়ে উঠছে।’’ জিমির সঙ্গে নিজের তুলনায় টুইট করেন স্টেইন গান ৷ প্রসঙ্গত, উপমহাদেশীয় পরিবেশে স্টেইন না অ্যান্ডারসন ভালো বোলার? এই তর্ক বহুদিনের ৷ সেই প্রসঙ্গেই 38 বছর বয়সে জিমি অ্যান্ডারসনের বোলিং দেখে, তাঁকেই এগিয়ে রাখছেন ডেল স্টেইন ৷