ইংল্যান্ড, 10 ফেব্রুয়ারি : একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে ৷ টুইটারে ভারতীয় দলকে উদ্দেশ্য করে তেমনি একটি পোস্ট করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন ৷ তাও আবার হিন্দি উচ্চারণে ৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘মনে আছে, আমি সতর্ক করেছিলাম, যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এত উৎসব করো না ৷’’ চেন্নাইয়ে মাঠে ইংল্যান্ডের কাছে 227 রানে পর্যুদস্ত হওয়ার পর টুইটারে ভারতীয় দলকে এভাবে খোঁচা মারলেন কেভিন ৷
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লেখেন, ‘‘ভারত, মনে আছে আমি প্রথমেই বলেছিলাম ৷ এত উৎসব পালন করো না যখন অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলে ৷’’ তবে, কেভিন পিটারসনের এই টুইট আরও বেশি করে বিঁধছে, তার ভাষার কারণে ৷ অক্ষরগুলি ইংরেজিতে হলেও, তাঁর উচ্চারণ সম্পূর্ণ হিন্দিতে ৷ ফলে এই টুইট শুধু যে ভারতীয় দলের জন্য তা নয় ৷ ভারতীয় ক্রিকেট অনুরাগীদেরও এই টুইটের মাধ্যমে কার্যত খোঁচা দিলেন তিনি ৷ কারণ ক্রিকেটারদের থেকেও বেশি, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা সোশাল মিডিয়ায় উৎসব শুরু করে দিয়েছিল ৷