চেন্নাই, 15 ফেব্রুয়ারি : কথায় আছে, ‘‘রাখে হরি, তো মারে কে ?’’ কিন্তু, চেতেশ্বর পূজারার ক্ষেত্রে এই প্রবাদটি এখন ঠিক উলটো ৷ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও খারাপ ভাগ্যের জেরে অদ্ভুতভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতীয় দলের "নয়া দেওয়াল"-কে ৷ ক্রিজের মুখে ব্যাট মাটিতে আটকে হাত থেকে ছিটকে পড়ে যায় পূজারার ৷ আর সেই সময়েই উইকেটকিপার স্টাম্প ভেঙে দেন ৷ ফলে সময়ে ক্রিজে পৌঁছেও, পৌঁছাতে পারেন না তিনি ৷ ফলে রান আউচ হয়ে ফিরতে হয় তাঁকে ৷
চেন্নাই টেস্টে তৃতীয় দিনের প্রথম ওভারে ব্যাট করার সময় মইন আলির বলকে স্টেপ আউট করে মারতে যান পূজারা ৷ কিন্তু, বল তাঁর প্যাডে লেগে ফরওর্য়াড শর্ট লেগে দাঁড়ানো ওলি পপের কাছে চলে যায় ৷ তবে, পূজারা ক্রিজে ফেরার যথেষ্ট সময় পেয়েছিলেন ৷ সেইমতো ব্যাট ক্রিজে ঢুকিয়ে দিয়েছিলেন তিনি ৷ তবে, ভাগ্য সাথে না থাকলে যা হয় ৷ ব্যাট ক্রিজের রাফে আটকে পূজারার হাত থেকে পড়ে যায় ৷ আর সেই সময়ই উইকেট ভেঙে দেন ইংল্যান্ডের উইকেটকিপার ৷ যার জেরে ক্রিজে পৌঁছেও রান আউট হতে হয় পূজারাকে ৷