চেন্নাই, 8 ফেব্রুয়ারি : ফের কি ফিরবে ব্রিসবেনের স্মৃতি ? কয়েক সপ্তাহ আগে করা কৃতিত্ব কি ফের গড়তে পারবে বিরাট কোহলির ভারত ? চেন্নাই ও ব্রিসবেনের দূরত্ব অনেকটাই, তবে মঙ্গলবার এক হয়ে যেতে পারে গাব্বা ও এম চিদাম্বরম স্টেডিয়াম ৷ অজ়িদের ঘরের মাটিতে সেবার ভারতীয়দের টার্গেট ছিল 327 রান ৷ আর চেন্নাইয়ে কোহলিদের জিততে প্রয়োজন 420 রান ৷
রান তাড়া করতে নেমে ইতিমধ্যে রোহিতের উইকেট হারিয়েছে ভারত ৷ স্কোর বোর্ডে রান মাত্র 39 ৷ অর্থাৎ শেষ দিনে ভারতের প্রয়োজন 381 রান ৷ তাই ব্রিসবেনে এই কৃতিত্ব গড়লেও ঘরের মাটিতে কি তা আদতে সম্ভব? নাকি বাজিমাত করবে রুটের ইংল্যান্ড ? নাকি ম্যাচ শেষ পর্যন্ত গড়াবে ড্রয়ের দিকে ৷
বর্তমানে টেস্টের যা পরিস্থিতি তাতে, তিনটি ফলাফলই সম্ভব ৷ তবে টেস্টের চতুর্থ দিনে ম্যাজিক দেখিয়েছেন অশ্বিন ৷ দুই স্পিনারে ইংল্যান্ডকে আটকে দিয়েছে ৷ তাই নিসন্দেহে বলাই যায় পঞ্চম দিনে ক্রিজ়ে স্পিন ও বাউন্স থাকবেই ৷ সেক্ষেত্রে ভয়ংকর হতে পারেন জ্যাক লিচ ও ডোম বেসরা ৷ ইতিমধ্যে রোহিতের উইকেট তুলে নিয়ে চোখ রাঙিয়ে রেখেছেন জ্যাক ৷ অন্যদিকে প্রথম ইনিংসে 4টি উইকেট তুলে নিয়েছিলেন বেস ৷
তবে ভারতীয়রা বরাবরই স্পিন ভালো খেলেন ৷ সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছেন তরুণ শুভমন গিল ৷ প্রথম ইনিংসে ভালো শুরু করেছিলেন ৷ তবে বড় রান করতে পারেননি ৷ তাই আশাবাদী দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ পুষিয়ে দিতে পারেন তিনি ৷ ফর্মে আছেন ভারতের নিউ ওয়াল পূজারাও ৷ তাই পঞ্চম দিনে এই দুই ক্রিকেটার যদি ভালো শুরু করতে পারে, তাহলে ভারতের কাছে একটা সুযোগ থাকবেই ৷ তবে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারলে বিশ্বরেকর্ড গড়বে ভারত ৷ এর আগে 2003 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক 418 রান করে জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেই কৃতিত্ব করে দেখাতে পারলে, 17 বছর পর নতুন রেকর্ড গড়বে কোহলির ভারত ৷