কলকাতা, 7 ফেব্রুয়ারি : উইকেট রক্ষায় খামতি দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ। টেস্ট ম্যাচের মঞ্চে টি টোয়েন্টির মেজাজে খেলে প্রতিপক্ষের রানের পাহাড়ের চাপ এড়াতে চেয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তার ফ্যামব্লয়েন্ট ইনিংসে চটক রয়েছে। কিন্তু পরিণতির অভাব, বলছেন বাংলার প্রাক্তনরা।
অনুস্টুপ মজুমদার, বাংলার অধিনায়ক। গত মরসুমে দল যখন বিপদে পড়েছে, তখনই চওড়া হয়েছে তাঁর ব্যাট। তিনি শুধু ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে কথা বলার চেয়ে ভারতীয় ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সামগ্রিক বিশ্লেষণ করতে আগ্রহী। তাঁর মতে, বড় রানের চাপ নিয়ে খেলতে নামলে ওপেনারদের বড় ভূমিকা দরকার বলে মনে করেন। সেদিক থেকে ভারতের দুই ওপেনারের পারফরম্যান্স নিয়ে সরব। ওপেনারদের ব্যর্থতার দিনে মিডল অর্ডারে দ্রুত ফিরে যাওয়া ইংল্যান্ডকে ম্যাচে জাঁকিয়ে বসতে সাহায্য করেছে বলে মনে করেন অনুস্টুপ। বিশেষ করে বিরাট কোহলি এবং অজিঙ্কে রাহানের দ্রুত ফিরে যাওয়া বড় ধাক্কা। এই অবস্থায় পূজারার সঙ্গে ঋষভ পন্থ পালটা দেওয়ার কাজটি শুরু করেছিলেন। পূজারার ধীমান ইনিংসে ভারতের প্রত্যাবর্তনের ইঙ্গিত ছিল। কিন্তু দূর্ভাগ্যের শিকার পূজারা।
"এই অবস্থায় ঋষভের ইনিংস আরও লম্বা হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ওর ব্যাটিং চিরকালই দ্রুতলয়ের। ওর কাছ থেকে পূজারার মত ধীরস্থির ইনিংস পাওয়া সম্ভব নয়। বোলারদের শাসন করতে ভালোবাসে। এদিনও ওভাবেই খেলছিল। সেঞ্চুরির কথা মাথায় রেখে খেলা যায় না। যে বলে আউট হয়েছে সেটাই মাঠের বাইরে পড়লে কথা হত না। তবে পরিস্থিতি অনুযায়ী ধরন বদল করতে হয়। সেটা অভিজ্ঞতায় শিখবে। আশা করব ফলো অন বাঁচানোর চেষ্টা সফল হবে," বলছিলেন অনুস্টুপ।
ঋষভ পন্থকে কাঠগড়ায় দাঁড় করানোর চেয়ে ভারতীয় দলের ওপরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতাকে সামনে নিয়ে আসতে চান শিবশংকর পাল। চেন্নাইয়ের বাইশ গজে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে বলে মনে করেন বাংলার প্রাক্তন পেসার। টস জিতে বড় রানের ইনিংস গড়ে ইংল্যান্ড ফ্রন্টফুটে শুধু নয়, চালকের আসনে বলে মনে করেন। তাদের পরিস্থিতি আরও সহজ করেছে বলে মনে করেন ম্যাকো। "শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে সকলেই ব্যর্থ। স্পিন সহায়ক পিচে ইংলিশ স্পিনারদের উইকেট উপহার দিয়েছে আমাদের ব্যাটসম্যানরা। সেখানে পূজারা দূর্ভাগ্যের শিকার। ঋষভের ব্যাটিং সবসময় অ্যাডভেঞ্চারের মতো। দেখতে ভালো। চোখের আরাম একই সঙ্গে প্রতিপক্ষ বোলারদের দুশ্চিন্তা বয়ে আনে। ঋষভ ব্যাট করার সময় স্কোরবোর্ড থেমে থাকে না। তবে যে শটে আউট হয়েছে একইরকম ভাবে অস্ট্রেলিয়ার মাটিতে আউট হয়েছে। এই দূর্বলতা প্রতিপক্ষের নোটবুকে উঠে পড়েছে। তাই সতর্ক হতে হবে।অভিজ্ঞতায় পরিণত হবে। তবে আমি ওর উইকেট রক্ষার ধরন নিয়ে চিন্তিত। যেভাবে সকালে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিস করেছে তা চিন্তার। তবে দ্বিতীয় দিন। এই ম্যাচে আরও চড়াই উৎরাই হবে। দেখা যাক ভারত কীভাবে বাউন্স ব্যাক করে," মন্তব্য শিবশংকরের।
আরও পড়ুন :দ্বিতীয় টেস্টেই খুলছে এমএ চিদম্বরম স্টেডিয়ামের বন্ধ তিনটি ব্লক
চেন্নাই টেস্টকে বলা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। বাংলার দুই ক্রিকেটারের চোখে আগামী তিনদিন আরও ভালো ক্রিকেটের অপেক্ষা। দুজনেই বলছেন, ভারত এবং ইংল্যান্ড দু’দল জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করেছে। তাছাড়া এখন বিশ্বের সব দেশের ক্রিকেটাররা যেকোনও পিচে খেলতে অভ্যস্ত। প্রত্যেকে প্রত্যেকের শক্তি দুর্বলতা জানে। তাই এই টেস্টের বাকি ক‘দিন যেমন লড়াই হবে, তেমনই বাকি টেস্ট ম্যাচগুলোতে পারদ চড়বে।