পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দূরবীন দিয়ে সরাসরি ম্যাচ দেখে ক্রিকেট বেটিং, গ্রেফতার 33 বুকি - বেটিং

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে 33 জনকে গ্রেফতার করল পুণে পুলিশ ৷ এরা দূরবীন দিয়ে মাঠের বাইরে থেকে খেলার উপর নজর রাখছিল এবং বেটিং করাচ্ছিল ৷ এই ঘটনায় প্রচুর টাকা, বিদেশি মুদ্রা এবং মোবাইল ফোন সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয়েছে ৷

33-bookies-arrested-for-betting-on-2nd-india-england-odi-in-pune
দূরবীন দিয়ে সরাসরি ম্যাচ দেখে ক্রিকেট বেটিং, গ্রেফতার 33 বুকি

By

Published : Mar 27, 2021, 7:29 PM IST

পুণে, 27 মার্চ : পুণে, 27 মার্চ : ক্রিকেট জুয়ার নতুন ছক ৷ দূরবীন দিয়ে মাঠের বাইরে থেকে সরসারি ম্য়াচ দেখে চলছে বেটিং ৷ এমনই খবর পেয়ে পুণের এমসিএ স্টেডিয়ামের কাছে 3টি জায়গা থেকে মোট 33 জনকে গ্রেফতার করল পিম্পরি চিনচওয়াদ পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, তিনটি দলে ভাগ হয়ে অভিযান চালায় পুলিশ ৷ জানা গিয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরবীন দিয়ে স্টেডিয়াম থেকে কিছুটা দূরত্বে উঁচু জায়গায় ঘাঁটি গেড়েছিল বুকিরা ৷

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে 33 জনকে গ্রেফতার করল পুণের পিম্পরি চিনচওয়াদ পুলিশ ৷ জানা গিয়েছে, স্টেডিয়ামের কাছেই উঁচু জায়গায় আস্তানা তৈরি করেছিল বুকিরা ৷ আর সেখান থেকে উচ্চক্ষমতা সম্পন্ন দূরবীন দিয়ে সরাসরি ম্যাচ দেখছিল জুয়ারিরা ৷ সেই মতো ম্যাচের বেটিং চলছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তিনটি দল মোট 3 জায়গা থেকে ওই জুয়ারিদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : প্রসিদ্ধ কৃষ্ণাকে টেস্ট দলে নেওয়ার পক্ষে সওয়াল গাভাসকরের

পিম্পরি চিনচওয়াদের কমিশনার কৃষ্ণা প্রকাশ জানিয়েছেন, মোটা 33 জন গ্রেফতার হওয়া জুয়ারিদের মধ্যে 5 জন মধ্যপ্রদেশের, 13 জন হরিয়ানার, 11 মহারাষ্ট্রের, 2 জন রাজস্থানের এবং 1 জন করে গোয়া এবং উত্তরপ্রদেশের লোক ছিল ৷ 45 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ ৷ সেই সঙ্গে 74 টা মোবাইল ফোন, 3টে ল্যাপটপ, একটি ট্যাব 8টি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা, দূরবীন এবং সেই সঙ্গে কিছু বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, পুলিশ হানা দিতেই তাদের উপরে হামলা চালায় ওই বুকিরা ৷ তবে, সেই বামলা প্রতিহত করে সবাইকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details