পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Women's T20 WC: রেণুকার পাঁচ উইকেট সত্ত্বেও ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা - Nat Sciver Brunt

জয়ের জন্য ভারতকে 152 রানের লক্ষ্যমাত্রা দিল ইংল্যান্ড (England set a challenging total against India) ৷ ব্রিটিশদের হয়ে 5টি চারের সাহায্যে 42 বলে 50 রানের মূল্যবান ইনিংস খেললেন অলরাউন্ডার ন্যাট শিভার ব্রান্ট ৷

Etv Bharat
হাফসেঞ্চুরু শিভার ব্রান্টের

By

Published : Feb 18, 2023, 8:29 PM IST

গেবেরহা (দক্ষিণ আফ্রিকা), 18 ফেব্রুয়ারি: পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অভিযান শুরুর পর শনিবার কুড়ি-বিশের বিশ্বকাপের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত করদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ ব্রিটিশদের হারালে কার্যত নিশ্চিত সেমিফাইনাল ৷ এমতাবস্থায় গেবেরহায় (পোর্ট এলিজাবেথের পরিবর্তিত নাম) জয়ের জন্য ভারতকে 152 রানের লক্ষ্যমাত্রা দিল ইংল্যান্ড (England set a challenging total against India in Womens T20 WC) ৷

গ্রুপ পর্বের ম্যাচে এদিন টসভাগ্য সঙ্গ দেয় ভারতকে ৷ প্রথম দু'ম্যাচে রান তাড়া করে জেতায় ভারত অধিনায়িকা এদিনও রান তাড়া করার পথেই হাঁটেন ৷ স্কোরবোর্ডে ব্রিটিশদের চ্যালেঞ্জিং রানের সৌজন্যে অলরাউন্ডার ন্যাট শিভার ব্রান্টের অর্ধশতরান এবং উইকেটরক্ষক ব্যাটার অ্যামি জোনসের ঝোড়ো 40 রান ৷ তবে রেণুকা সিং'য়ের দাপুটে স্পেলে এদিন প্রথম 29 রানের মধ্যেই তিন উইকেট হারায় এই মুহূর্তে গ্রুপের শীর্ষস্থানাধিকারীরা ৷ চতুর্থ উইকেটে হিথার নাইটের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে তোলেন ন্যাট শিভার ব্রান্ট ৷ প্রথমে অধিনায়িকার সঙ্গে 51 রানের জুটি, পরে জোনসের সঙ্গে জুটিতে 40 রানের অবদান রেখে ইংল্যান্ডকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন তিনি ৷ মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে যিনি মুম্বই ইন্ডিয়ান্সে হরমনপ্রীতের সহযোদ্ধা হবেন ৷

আরও পড়ুন:ম্যাককালামকে টপকে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড স্টোকসের

অধিনায়িকা নাইট 23 বলে 28 রানে ফিরে গেলেও অর্ধশতরান পূর্ণ করেন ব্রান্ট ৷ 5টি চারের সাহায্যে 42 বলে 50 রানের মূল্যবান ইনিংস খেলে 17তম ওভারে আউট হন তিনি (Nat Sciver-Brunt scores 50 runs) ৷ 3টি চার, 2টি ছয়ে 27 বলে 40 রানের ইনিংস খেলে দলকে দেড়শোর দোরগোড়ায় পৌঁছে দিয়ে আউট হন জোনস ৷ 11 রানে অপরাজিত থাকেন সোফি এক্লেস্টোন ৷ শেষ পর্যন্ত 7 উইকেটে 151 রান তোলে প্রথমবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ মাত্র 15 রানে পাঁচ উইকেট তুলে নেন হিমাচলের রেণুকা ৷ আসন্ন ডব্লিউপিএলে যাঁকে আরসিবি-র জার্সিতে খেলতে দেখা যাবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details