আমস্টেলভেন, 17 জুন : সপ্তাহান্তে রানের মহোৎসবে ইংল্যান্ড । প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 50 ওভারের খেলায় একের পর এক রেকর্ড ভাঙল অবলীলায় । তাই বলাই যায় শুক্রবার ইতিহাসে ইংল্যান্ড ।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ান-ডে ম্যাচে ইতিহাস গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল । প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 498 রান করে ৷ যা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর । মাত্র চার উইকেট হারিয়ে এই স্কোর গড়েছে সিংহবাহিনী ৷ 500 রানের মাইলস্টোন থেকে মাত্র 2 রান দূরে থামল থ্রি-লায়ন্স ৷ চার উইকেট হারিয়ে 498 রান তোলে ইংল্যান্ড ৷
জস বাটলার 162 রানের ম্যারাথন ইনিংস ইংল্যান্ডকে রেকর্ড গড়তে সাহায্য করে ৷ এছাড়াও ইংল্যান্ডের আরও দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন । বাটলার 70 বলে 7টি চার ও 14টি ছয়ের সাহায্যে 162 রান করেন। ডেভিড মালান 125 ও ফিল সল্ট 122 রান করেন ৷ এছাড়া লিয়াম লিভিংস্টোন 22 বলে 66 রানের ঝোড়ো ইনিংস খেলেন ৷ যার মধ্যে ছিল 6টি চার ও 6টি ছয় ৷ কেবলমাত্র শূন্য হাতে ফিরেছেন ইয়ন মরগ্যান (England broke their own record in men’s cricket that they previously created when they scored 481) ।