লন্ডন, 29 জুলাই: আবারও জার্সি বিভ্রাট ৷ এবার অ্যাসেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ৷ তবে, এই বিভ্রাট ইচ্ছাকৃত ৷ আলজেইমার আক্রান্তদের সমর্থনে এই ছোট্ট একটি পদক্ষেপ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ তাঁরা একে অপরের নামের জার্সি পরে এ দিন মাঠে নামলেন ৷ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আলজেইমার সোসাইটির সমর্থনে বেন স্টোকস এবং জো রুটরা একে অপরের নাম ও নম্বর লেখা জার্সি পরে খেলতে নেমেছেন ৷ প্রতীকী বিভ্রান্তি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যার ভুক্তভোগী হন আলজেইমার রোগে আক্রান্তরা ৷ এমন একটি রোগ যা, স্মৃতি শক্তি নষ্ট করে দেয় ৷
সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাঁদের সমর্থনে এ দিন সাময়িক বিভ্রান্ত তৈরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড একে অপরের জার্সি বদল করলেন ৷ অন্যদিকে, অধিনায়ক বেন স্টোকস এবং উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ার্স্টো নিজেদের জার্সি পালটে নিলেন ৷ তেমনি জো রুট এবং মার্ক উড একে অপরের জার্সি পরলেন ৷ আবার ক্রিস ওকস এবং মইন আলি নিজেদের ম্যাচ জার্সি বদল করেন এ দিন ৷ ম্যাচ শুরুর আগে সব ক্রিকেটার মাঠে সারি দিয়ে দাঁড়ান ৷ সেখানে সবার পিঠে সেই ভুল নাম ও নম্বরের জার্সি তুলে ধরা হয় ৷