দুবাই, 23 অক্টোবর : গত বিশ্বকাপে যাদের হাতে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করল ইংল্যান্ড ৷ শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যারিবায়নদের 6 উইকেটে হারায় ইয়ন মরগ্যানের দল ৷ 55 রান তাড়া করে চার উইকেট হারিয়ে 10 ওভারের আগেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড ৷ 70 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় মরগ্যান অ্যান্ড কোং ৷
মাত্র 55 রান করতে গিয়েও চার উইকেট হারায় ইংল্য়ান্ড ৷ শুরুটা মন্দ না-হলেও দ্রুত চার উইকেট হারায় ইংরেজরা ৷ তবে জস বাটলার 24 রান ও ক্যাপ্টেন মরগ্যান সাত রানে অপরাজিত থাকেন ৷ এর আগে জেসন রয় 11 এবং জনি বেয়ারস্টো 9 রান করে আউট হন ৷ ম্যাচের সেরা হন মইন আলি ৷
পাঁচ বছর আগে ইডেন গার্ডেন্সে কার্লোস ব্রাথওয়েটের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংরেজ ক্রিকেটারদের ৷ কিন্তু মরু শহরের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলা নিল ইংল্যান্ড ৷ 2016 টি-20 ফাইনালে ক্রিকেটের নন্দনকাননে বেন স্টোকসকে চার ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাথওয়েট ৷ কিন্তু শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আদিল রশিদের স্পিনের ঘূর্ণিতে মাত্র 55 রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷