পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 WC Final: বিরানব্বইয়ের উলটপুরাণ, পাক-ম্যাজিক ভোঁতা করে টি-20'তে দ্বিতীয়বার বিশ্বজয় ইংরেজদের - দ্বিতীয়বার বিশ্বজয় ইংরেজদের

2019 লর্ডসের পর 2022 মেলবোর্ন, ব্যাট হাতে ইংরেজদের বিশ্বজয়ের নায়ক হয়ে রইলেন বেন স্টোকস ৷ 137 রান তাড়া করতে নেমে স্টোকসের অপরাজিত 52 রানে লক্ষ্যপূরণ করল 50 ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা (Ben Stokes hits match winning 52 runs) ৷ তাও আবার এক ওভার বাকি থাকতেই ৷

T20 WC Final
পাক-ম্যাজিক ভোঁতা করে টি-20'তে দ্বিতীয়বার বিশ্বজয় ইংরেজদের

By

Published : Nov 13, 2022, 5:07 PM IST

Updated : Nov 13, 2022, 5:35 PM IST

মেলবোর্ন, 13 নভেম্বর: মেলবোর্নে ফিরল না তিরিশ বছর আগের সন্ধে ৷ বিরানব্বই বিশ্বকাপ ফাইনালে ফলাফলের উলটপুরাণ ঘটিয়ে দ্বিতীয়বার টি-20'তে বিশ্বসেরার খেতাব উঠল ইংল্যান্ডের মাথায় (England beat Pakistan to clinch T20 WC for the second time) ৷ রবিবাসরীয় এমসিজিতে হাইভোল্টেজ ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারাল 'থ্রি-লায়ন্স' ৷ 2019 লর্ডসের পর 2022 মেলবোর্ন, ব্যাট হাতে ইংরেজদের বিশ্বজয়ের নায়ক হয়ে রইলেন বেন স্টোকস ৷ 137 রান তাড়া করতে নেমে স্টোকসের অপরাজিত 52 রানে লক্ষ্যপূরণ করল 50 ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা (Ben Stokes hits match winning 52 runs) ৷

ধারে-ভারে এগিয়ে থেকেই এদিন ফাইনালে অবতীর্ণ হয়েছিল জস বাটলারের দল ৷ ফেভারিট তকমায় সিলমোহর দিয়েই দ্বিতীয়বারের জন্য কুড়ি-বিশের ট্রফি ঘরে নিয়ে গেল ইংরেজরা ৷ ফাইনালে কোনওভাবেই ক্লিক করল না পাক-ম্যাজিক ৷ মোক্ষম সময় শাহিন আফ্রিদির চোটে সব হিসেব-নিকেশ গুলিয়ে গেল বাবর আজমের দলের ৷ 2.1 ওভার হাত ঘুরিয়ে পেশির চোটে মাঠ ছাড়তে হল বাঁ-হাতি পেসারকে ৷ অথচ ইংল্য়ান্ড শিবিরে এদিন প্রথম আঘাতটা হেনেছিলেন তিনিই ৷ তবে মেলবোর্নে এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান ৷ টসভাগ্য সঙ্গ দেয়নি বাবর আজমকে ৷ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড ৷

আরও পড়ুন:নাইট শিবিরে ফিরলেন ফার্গুসন, নেওয়া হল গুরবাজকেও

ছোট ছোট অবদান রাখলেও ইংরেজ বোলারদের ঠেঙিয়ে সংহারমূর্তি নিতে পারেননি কোনও পাক ব্যাটারই ৷ অধিনায়কের 32, মাসুদের 38, শাদাবের 20 রানের সৌজন্যে 20 ওভারে স্কোরবোর্ডে 137 রান তোলে পাকিস্তান (8 উইকেট) ৷ জবাবে 45 রানের মধ্যে অধিনায়ক বাটলারের উইকেট-সহ তিন ব্যাটারকে হারালেও ত্রাতা হয়ে ওঠেন বেন স্টোকস ৷ প্রথমে ব্রুককে সঙ্গে নিয়ে 39, এরপর পঞ্চম উইকেটে মঈন আলিকে নিয়ে তাঁর 48 রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ খেতাব এনে দেয় ইংরেজদের ৷ 5টি চার, একটি ছয়ে 49 বলে 52 রানে অপরাজিত থেকে যান স্টোকস ৷ 26 রান করেন বাটলার, 20 রান আসে মঈনের ব্যাটে ৷

Last Updated : Nov 13, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details