পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup : ইংরেজদের কাছে খড়কুটোর মত উড়ে গেল বাংলাদেশ - england-beat-bangladesh

স্কোরবোর্ডে 124 রান ইংল্য়ান্ডের বিরুদ্ধে যে কখনোই নিরাপদ নয়, তা ভাল করেই জানতেন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা ৷ তবু আবুধাবিতে মিরাকলের অপেক্ষায় ছিলেন তাঁরা ৷ কিন্তু ব্যাট হাতে জেসন রয় ধামাকা বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনাই তৈরি হল না ৷ 35 বল বাকি থাকতে বাংলাদেশের দেওয়া 125 রানের লক্ষ্যমাত্রা সহজেই ছুঁয়ে ফেলল তারা ৷

T20 World Cup
জেসন রয় ঝড়ে খড়কুটোর মর উড়ে গেল বাংলাদেশ

By

Published : Oct 27, 2021, 6:53 PM IST

Updated : Oct 27, 2021, 7:59 PM IST

আবুধাবি, 27 অক্টোবর : স্কোরবোর্ডে 124 রান ইংল্য়ান্ডের বিরুদ্ধে যে কখনোই নিরাপদ নয় ভাল করেই জানতেন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা ৷ তবু আবুধাবিতে মিরাকলের অপেক্ষায় ছিলেন তারা ৷ কিন্তু ব্যাট হাতে জেসন রয় ধামাকায় বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনাই তৈরি হল না ৷ 35 বল বাকি থাকতে বাংলাদেশের দেওয়া 125 রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল থ্রি-লায়ন্সরা ৷

টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান তোলার লক্ষ্য় নিয়ে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ৷ কিন্তু ওকস, মইনদের কৃপণ বোলিংয়ে এদিন সেই অর্থে বাংলাদেশের বড় কোনও পার্টনারশিপই তৈরি হয়নি ৷ মাত্র 26 রানে 3 উইকেট হারানো টাইগার্সদের টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৷ কিন্তু জুটিতে 37 রানের বেশি ওঠেনি ৷ রহিম 30 বলে 29 রানে ফিরতেই ফের নিয়মিত ব্য়বধানে উইকেট হারানো শুরু হয় বাংলাদেশের ৷ 19 রানে ডাগ-আউটে ফেরেন মাহমুদুল্লাহ ৷

বাংলাদেশের রান এতদূরও পৌঁছত না যদি না নাসুম আহমেদ শেষদিকে ঝড় তোলার চেষ্টা করতেন ৷ নাসুমের 9 বলে অপরাজিত 19 রান বাংলাদেশকে 9 উইকেট হারিয়ে 124 রান তুলতে সাহায্য করে ৷ 4 ওভারে 27 রান দিয়ে সর্বাধিক 3 উইকেট নেন টাইমাল মিলস ৷ জবাবে বাটলার 18 রানে আউট হলেও জেসন রয়ের মারকাটারি ব্য়াটিং ইংরেজদের জয় নিশ্চিত করে দেয় ৷ 5টি চার, 3 টি ছয়ে রয় যখন 61 রান (38) করে আউট হন ইংল্যান্ডের তখন আর 13 রান বাকি ৷

আরও পড়ুন : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের পর ব়্যাঙ্কিংয়ে পিছলেন বিরাট

ডেভিড মালান 25 বলে 28 এবং জনি বেয়ারস্টো 4 বলে 8 রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয় ৷ 14.1 ওভারে 2 উইকেট হারিয়েই কার্যসিদ্ধি করে ফেলে মরগ্যানের দল ৷ টানা দু'ম্যাচ জিতে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গেল তারা ৷ পক্ষান্তরে প্রথম দু'ম্য়াচ হেরে কার্যত বিদায়ঘন্টা বেজে গেল বাংলাদেশ ৷

Last Updated : Oct 27, 2021, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details