আবুধাবি, 27 অক্টোবর : স্কোরবোর্ডে 124 রান ইংল্য়ান্ডের বিরুদ্ধে যে কখনোই নিরাপদ নয় ভাল করেই জানতেন বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা ৷ তবু আবুধাবিতে মিরাকলের অপেক্ষায় ছিলেন তারা ৷ কিন্তু ব্যাট হাতে জেসন রয় ধামাকায় বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনাই তৈরি হল না ৷ 35 বল বাকি থাকতে বাংলাদেশের দেওয়া 125 রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল থ্রি-লায়ন্সরা ৷
টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান তোলার লক্ষ্য় নিয়ে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ৷ কিন্তু ওকস, মইনদের কৃপণ বোলিংয়ে এদিন সেই অর্থে বাংলাদেশের বড় কোনও পার্টনারশিপই তৈরি হয়নি ৷ মাত্র 26 রানে 3 উইকেট হারানো টাইগার্সদের টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৷ কিন্তু জুটিতে 37 রানের বেশি ওঠেনি ৷ রহিম 30 বলে 29 রানে ফিরতেই ফের নিয়মিত ব্য়বধানে উইকেট হারানো শুরু হয় বাংলাদেশের ৷ 19 রানে ডাগ-আউটে ফেরেন মাহমুদুল্লাহ ৷