আবুধাবি, 10 নভেম্বর : 2019 বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির নিরিখে হারের ক্ষত এখনও দগদগে কিউয়ি শিবিরে ৷ সেই জ্বালা অনেকটাই মেটাতে পারে বুধবার মরুশহরে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ৷ বলা যায় প্রতিশোধের আগুন বুকে নিয়েই এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে কিউয়িরা ৷
হাইভোল্টেজ প্রথম সেমিফাইনালে এদিন টস জিতে মর্গ্য়ানব্রিগেডকে প্রথমে ব্যাটিংয়ের আহ্বান জানান নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন ৷ শুরুতে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলার পরিকল্পনা যেমন কিউয়িদের সফল হয়নি, তেমন বড় রান করে উইলিয়ামসনদেরও ব্য়াকফুটে ঠেলে দিতে পারেনি দুই ইংরেজ ওপেনার ৷ 24 বলে 29 রানে বাটলারকে ফেরান সোধি ৷ আগেই 13 রানে মিলনের শিকার হল আরেক মারকুটে ব্যাটার বেয়ারস্টো ৷