নয়াদিল্লি, 31 জানুয়ারি: লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Ekana Cricket Stadium Pitch Curator Sacked for Preparing A Shocker) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে লখনউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ ‘ভয়ঙ্কর’ পিচ বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ আর তার 48 ঘণ্টার মধ্যে পিচ কিউরেটরকে বহিষ্কার করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷
তার বদলে লখনউয়ের পুরনো পিচ কিউরেটর সঞ্জীব কুমার আগরওয়ালকে পিচ কিউরেটরের দায়িত্বে ফিরিয়ে এনেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ সঞ্জীব কুমার আগরওয়ালকে গত অক্টোবর মাসে কিউরেটরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে পিচ তৈরি করেছিলেন সঞ্জীব কুমার আগরওয়াল ৷ তাঁকে ফের দায়িত্বে ফিরিয়ে আনা হল গত রবিবারের ম্যাচের পর ৷
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ‘‘টি-20 আন্তর্জাতিকের আগে সেন্টার সবক’টি পিচে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ খেলা হয়েছিল ৷ কিউরেটরের উচিত ছিল একটা বা দু’টো পিচ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ছেড়ে রাখা ৷ ফলে পিচের অতিরিক্ত ব্যবহার এবং খারাপ আবহাওয়ার কারণে তা সময়ের মধ্যে তৈরি করা যায়নি ৷ এমনকি নতুন উইকেটও তৈরি করার সময় ছিল না ৷’’