ভোপাল, 16 নভেম্বর : আজ থেকে ঠিক আট বছর ব্যাট তুলে রেখেছেন ৷ 16 নভেম্বর, 2013 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন রমেশ তেন্ডুলকর ৷ আট বছর পরও দেশসেবায় নিয়োজিত এই কিংবদন্তি ক্রিকেটার ৷
এই বিশেষ দিনেই আরও এক বিশেষ কাজে নিজেকে ব্যস্ত রাখলেন লিটল মাস্টার ৷ সেই সূত্রে ফের শোনা গেল সেই পরিচিত সচিন...সচিন... আওয়াজ ৷ মঙ্গলবার নিজেকে সমাজসেবায় ব্যস্ত রাখেন মাস্টার ব্লাস্টার ৷
মধ্যপ্রদেশের সেওয়ানিয়া অঞ্চলের শিশুদের পড়াশোনা, খেলার দায়িত্ব নিয়েছেন সচিন। রাজ্যসভার সাংসদ থাকার সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন সচিন। সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁর কাজ থেমে নেই। বাবা রমেশ তেন্ডুলকরের স্মৃতিতে একটি স্কুল তৈরির কাজ চলছে। এদিন সেখানে গিয়ে স্কুল তৈরির বিষয়েও খোঁজ নেন লিটল মাস্টার। অনগ্রসর শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি ৷