পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar : অবসরের 8 বছর পরেও দেশসেবায় ব্রতী সচিন - লিটল মাস্টার

বাইশ গজে কুর্নিশ কুড়ানোর পাশাপাশি সমাজসেবায় নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷

Sachin Tendulkar
অবসরের 8 বছর পরেই দেশসেবা ব্রতী সচিন

By

Published : Nov 16, 2021, 11:03 PM IST

ভোপাল, 16 নভেম্বর : আজ থেকে ঠিক আট বছর ব্যাট তুলে রেখেছেন ৷ 16 নভেম্বর, 2013 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন রমেশ তেন্ডুলকর ৷ আট বছর পরও দেশসেবায় নিয়োজিত এই কিংবদন্তি ক্রিকেটার ৷

এই বিশেষ দিনেই আরও এক বিশেষ কাজে নিজেকে ব্যস্ত রাখলেন লিটল মাস্টার ৷ সেই সূত্রে ফের শোনা গেল সেই পরিচিত সচিন...সচিন... আওয়াজ ৷ মঙ্গলবার নিজেকে সমাজসেবায় ব্যস্ত রাখেন মাস্টার ব্লাস্টার ৷

মধ্যপ্রদেশের সেওয়ানিয়া অঞ্চলের শিশুদের পড়াশোনা, খেলার দায়িত্ব নিয়েছেন সচিন। রাজ্যসভার সাংসদ থাকার সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন সচিন। সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁর কাজ থেমে নেই। বাবা রমেশ তেন্ডুলকরের স্মৃতিতে একটি স্কুল তৈরির কাজ চলছে। এদিন সেখানে গিয়ে স্কুল তৈরির বিষয়েও খোঁজ নেন লিটল মাস্টার। অনগ্রসর শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি ৷

উপজাতির ছেলেমেয়েদের ফ্রি শিক্ষার পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা করেন তিনি ৷ 10 বছরের জন্য় 2300টি শিশুর দায়িত্ব শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের দায়িত্ব নিয়েছেন সচিন ৷ এমনকি এদের খেলাধূলোর দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার ৷ সচিনের সঙ্গে এই মহৎ কাজে পাশে রয়েছে পরিবার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷

আরও পড়ুন : দলে বিরাটের ভূমিকা নিয়ে যা বললেন 'হিটম্য়ান'

স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানি বলেন, "সচিন এর আগেও বিভিন্নভাবে মধ্যপ্রদেশে ও পশ্চিমবঙ্গের দরিদ্র ও উপজাতি শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ এদিন মধ্যপ্রদেশের স্কুল তৈরির বিষয়টি খতিয়ে দেখতে আসেন ৷ সেই সঙ্গে শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান ৷" আজ থেকে ঠিক আট বছর আগে ওয়াংখেড়ে-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন লিটল মাস্টার ৷

ABOUT THE AUTHOR

...view details